স্কটল্যান্ডকে হতাশ করে ইংল্যান্ডকে সুপার এইটে তুলল অস্ট্রেলিয়া
স্কটল্যান্ডকে হতাশ করে ইংল্যান্ডকে সুপার এইটে তুলল অস্ট্রেলিয়া
স্কটল্যান্ডকে হতাশ করে ইংল্যান্ডকে সুপার এইটে তুলল অস্ট্রেলিয়া
স্কটল্যান্ডের স্বপ্নভঙ্গ করে চিরপ্রতিদ্বন্দ্বী ইংল্যান্ডকে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে তুললো অস্ট্রেলিয়া। আগেই সুপার এইট নিশ্চিত করেছিলো অজিরা। তবে রবিবার অস্ট্রেলিয়া-স্কটল্যান্ডের ম্যাচটি গুরুত্বপূর্ণ ছিলো ইংল্যান্ড ও স্কটল্যান্ডের কাছে। কেননা এই ম্যাচের ফলের ওপর নির্ভর করছিলো দল দুটির সুপার এইট ভাগ্য।
অস্ট্রেলিয়ার বিপক্ষে স্কটল্যান্ড জিতলে একদিকে প্রথমবারের মত বিশ্বকাপের সুপার এইটে উঠে রেকর্ড গড়তো স্কটিশরা। অন্যদিকে বিদায় নিশ্চিত হতো বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডের। কিন্তু সেটা আর হয়নি। স্বপ্ন ভেঙেছে স্কটিশদের। অস্ট্রেলিয়ার ৫ উইকেটের জয়ের উপর ভর করে সুপার এইট নিশ্চিত হয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ডের।
গ্রুপপর্বে চার ম্যাচের চারটিই জিতে ৮ পয়েন্ট নিয়ে সুপার এইটে উঠেছে অস্ট্রেলিয়া। ইংল্যান্ড আর স্কটল্যান্ডের পয়েন্ট সমান ৫। তবে নেট রানরেটে এগিয়ে থাকায় ইংলিশরা গেছে পরের পর্বে।
সেন্ট লুসিয়ার গ্রস আইলেটে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫ উইকেটে ১৮০ রান সংগ্রহ করে স্কটল্যান্ড। টসে হেরে ব্যাটিংয়ে নেমে পাওয়ার প্লেতে ৫৪ রান তোলেন ব্রেন্ডন ম্যাকমুলেন ও জর্জ মানসি। তারা দুজন মিলে গড়েন ৪৮ বলে ৮৯ রানের জুটি। ম্যাকমুলেন আউট হন ৩৪ বলে ৬০ রান করে। শেষ দিকে অধিনায়ক রিচি বেরিংটনের ঝড়ো ৪২ রানে ভর করে ৫ উইকেটে ১৮০ রান করে স্কটল্যান্ড।
১৮১ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে দলীয় ৬০ রানেই ৩ উইকেট হারিয়ে ফেলে অস্ট্রেলিয়া। তারপর ট্রভিস হেড আর মার্কাস স্টয়নিস চতুর্থ উইকেটে ৪৪ বলে ৮০ রানের জুটি গড়েন।শেষ ৫ ওভারে অস্ট্রেলিয়ার দরকার ছিলো ৬০ রান। তখন কিছুটা শঙ্কা জেগেছিলো ম্যাচ হেরে যাওয়ার। কিন্তু ট্রাভিস হেড আর মার্কাস স্টয়নিসের ব্যাটে জয় পেয়ে যায় অস্ট্রেলিয়া। হেড করেন ৪৯ বলে ৬৮ রান। স্টয়নিস খেলেন ২৯ বলে ৫৯ রানের ঝড়ো ইনিংস। শেষে ছক্কা মেরে ম্যাচ শেষ করেন টিম ডেভিড।