Image

টিম সাউদিকে শাস্তি দিল আইসিসি

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 10 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
টিম সাউদিকে শাস্তি দিল আইসিসি

টিম সাউদিকে শাস্তি দিল আইসিসি

টিম সাউদিকে শাস্তি দিল আইসিসি

উগান্ডার বিপক্ষে মাত্র ৪ রান খরচায় ৩ উইকেট শিকার করা কিউই পেসার টিম সাউদি পেয়েছিলেন ম্যাচ সেরার পুরষ্কার। রেকর্ড ছোঁয়ার দিনেও স্বস্তিতে নেই সাউদি। আগের ম্যাচে করা আইসিসির আচরণবিধি লঙ্ঘনের জন্য সাউদিকে তিরস্কার করা হয়েছে। 

বুধবার ত্রিনিদাদের ব্রায়ান লারা ক্রিকেট একাডেমিতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ম্যাচ চলাকালীন আইসিসি আচরণবিধির লেভেল ১ লঙ্ঘনের জন্য নিউজিল্যান্ডের খেলোয়াড় টিম সাউদিকে আনুষ্ঠানিকভাবে তিরস্কার করা হয়েছে।

সাউদি আইসিসি কোড অফ কন্ডাক্ট ফর প্লেয়ার এবং প্লেয়ার সাপোর্ট পার্সোনেলের অনুচ্ছেদ ২.২ লঙ্ঘন করেছে। সাউদির শাস্তিমূলক রেকর্ডে একটি ডিমেরিট পয়েন্ট যোগ করা হয়েছে, যার জন্য এটি ছিল ২৪ মাসের সময়ের মধ্যে প্রথম অপরাধ।

ঘটনাটি ঘটে নিউজিল্যান্ডের ইনিংসের ১৮ তম ওভারে, যখন তার আউট হওয়ার পর, সাউদি ড্রেসিংরুমে ফেরার পথে একটি হ্যান্ড স্যানিটাইজার ডিসপেনসার ভেঙে ফেলেন।

সাউদি অপরাধ স্বীকার করেছেন এবং এমিরেটস আইসিসি এলিট প্যানেলের ম্যাচ রেফারি ডেভিড বুনের প্রস্তাবিত অনুমোদন গ্রহণ করেছেন, তাই আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি। 

লেভেল ১ লঙ্ঘনের জন্য তিরস্কার সর্বনিম্ন শাস্তি, একজন খেলোয়াড়ের ম্যাচ ফি এর ৫০ শতাংশ সর্বোচ্চ জরিমানা এবং এক বা দুটি ডিমেরিট পয়েন্ট।

Details Bottom
Details ad One
Details Two
Details Three