৩য় সারির নিউজিল্যান্ডের কাছে হার, পাকিস্তান দলকে একহাত নিলেন রমিজ রাজা
- 1
যাকে সরানো হলো ‘অযোগ্য’ বলে, পরামর্শ নিতে হলো ‘অপরিহার্য’ জেনে
- 2
বিসিবি নির্বাচন, ফিক্সিং ইঙ্গিত ও ক্রীড়া উপদেষ্টার ‘সীমিত হস্তক্ষেপ’: আড়ালের গল্প কী?
- 3
আইপিএলের রঙ্গমঞ্চে গেইলের শেষ অঙ্কটা বিষাদের
- 4
বিসিবি নির্বাচনে অংশ নেবেন তামিম, সরে দাঁড়ালেন আকরাম খান
- 5
সীমিত সুযোগ, বড় স্বপ্ন: নেপালের তৃণমূল ক্রিকেটে চান্দ্রগিরির নীরব বিপ্লব

৩য় সারির নিউজিল্যান্ডের কাছে হার, পাকিস্তান দলকে একহাত নিলেন রমিজ রাজা
৩য় সারির নিউজিল্যান্ডের কাছে হার, পাকিস্তান দলকে একহাত নিলেন রমিজ রাজা
সাবেক পাকিস্তান অধিনায়ক রমিজ রাজা দলের হার দেখে বেশ অসন্তুষ্ট হয়েছেন। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে পাকিস্তান হেরেছে ৭ উইকেটে। তাতেই রমিজ নিজের ইউটিউব চ্যানেলে মন্তব্য রেখেছেন। তার মতে, নিউজিল্যান্ডের দ্বিতীয় সারির দলও নয়, তাদের কাছে পাকিস্তানের পরাজয়কে মেনে নিতে পারছেন না তিনি।
পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন রমিজ। পাকিস্তান ক্রিকেটের ভাল-মন্দ বিষয়ে নানা সময়ে নানা মন্তব্য করে থাকেন। রাওয়ালপিন্ডিতে হওয়া সিরিজের তৃতীয় ম্যাচে নিজ দেশের পারফরম্যান্সে কিছুটা অখুশি দেখা গেছে রমিজকে।
তিনি বলেন, “পরাজয় ক্রিকেটের একটা অংশ। কিন্তু এমন হার দলের ভিত্তিকে নাড়িয়ে দেয়, যখন কিনা কিছুদিন পরেই বিশ্বকাপ। আপনার প্রিয় মাটিতে, যে দলের বিপক্ষে খেলা, তারা পুরোপুরি সম্পন্ন এক দল নিয়ে আসেনি। প্রথম সারির তো নয়-ই, দ্বিতীয় সারিরও কি না এমন এক নিউজিল্যান্ড দল, তাদের বিপক্ষে এমন হতবুদ্ধিকর হার।”
গত ২০ ও ২১ এপ্রিল পর পর দুইদিন দুইটি ম্যাচ খেলে পাকিস্তান ও নিউজিল্যান্ড। প্রথম ম্যাচ পরিত্যক্ত হওয়ার পর, দ্বিতীয় ম্যাচে জয় পেয়েছিল পাকিস্তান। রমিজ যোগ করেন, “এটা ঠিক যে, টি-টোয়েন্টি ক্রিকেটে যে কারও ভাগ্য বদলে যেতে পারে। কিন্তু ২৪ ঘণ্টার ব্যবধানে এমন অস্বাভাবিকভাবে সব ঘুরে যাবে, এটা পাকিস্তানের মর্যাদার জন্য ধাক্কা।”
ম্যাচটিতে প্রথমে ব্যাট করতে নেমে ৪ উইকেট হারিয়ে ১৭৮ রান সংগ্রহ করে পাকিস্তান। জবাবে ব্যাট করতে নেমে কিউই ব্যাটার মার্ক চ্যাপম্যান ও ডিন ফক্সক্রফটের ১১৭ রানের জুটিতে সহজ হয়ে আসে ম্যাচ। চ্যাপম্যান ৪২ বলে ৮৭ রান করে অপরাজিত ছিলেন।