আফগানিস্তান সিরিজ মিস করবেন সাকিব: ফারুক
আফগানিস্তান সিরিজ মিস করবেন সাকিব: ফারুক
আফগানিস্তান সিরিজ মিস করবেন সাকিব: ফারুক
আফগানিস্তানের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজ মিস করতে পারেন সাকিব আল হাসান। আগামী ৬ নভেম্বর সংযুক্ত আরব আমিরাতে সিরিজ শুরু হবে, যেখানে সাকিবকে ছাড়াই ম্যাচ খেলবে টাইগাররা। চট্টগ্রামে বাংলাদেশ দলের টেস্ট দেখতে এসে এমনটাই নিশ্চিত করলেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ফারুক আহমেদ আজ বৃহস্পতিবার চট্টগ্রামে বলেছেন, অলরাউন্ডার সাকিব আল হাসান অনুশীলনের বাইরে থাকায় আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ মিস করতে পারেন।
"সাকিব সম্ভবত পরবর্তী সিরিজ (আফগানিস্তানের বিপক্ষে) মিস করতে পারেন কারণ তিনি কিছু সময়ের জন্য অনুশীলনের বাইরে রয়েছেন এবং সম্ভবত তার আবার দলবদ্ধ হতে কিছুটা সময় লাগবে। সবকিছু বিবেচনায় নিলে মনে হচ্ছে তিনি আফগানিস্তান সফর মিস করবেন।''
‘'আমার মনে হয় অনুশীলনেও খুব একটা নেই ও। তার কিছু সময় দরকার। এটার ব্যাপারে এখনও সিদ্ধান্ত হয়ে যায়নি। কিন্তু মনে হচ্ছে আগামী সিরিজে তার খেলার সম্ভাবনা নেই বললেই চলে। আমি বলছি না সে খেলবে না। কিন্তু আমার মনে হয় তার খেলা হবে না।''
''এটা পুরোপুরি তার মানসিক অবস্থা, এর মধ্যে একটা টি-টেন টুর্নামেন্ট আছে, হয়তো আমরা এখনও পারমিশন দেইনি। আমি এখনও অনুভব করি সাকিব বাংলাদেশের জন্য খেলতে পারে অন্তত ৫০ ওভারের খেলায়। খুব একটা গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট আছে আমাদের সামনে। ওয়েস্ট ইন্ডিজে তিনটা ওয়ানডের পর চ্যাম্পিয়ন্স ট্রফি। তবে মনে হচ্ছে এই সিরিজটা সে মিস করবে।''
শারজাহতে আগামী ৬ নভেম্বর মাঠে গড়াবে সিরিজের প্রথম ওয়ানডে। এরপর ৯ ও ১১ নভেম্বর বাকি দুই ওয়ানডে।