Image

বিপিএল ২০২৫: খুলনা টাইগার্স

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 2 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
বিপিএল ২০২৫: খুলনা টাইগার্স

বিপিএল ২০২৫: খুলনা টাইগার্স

বিপিএল ২০২৫: খুলনা টাইগার্স

বিপিএলের প্লেয়ার্স ড্রাফট থেকে খুলনা টাইগার্স নিয়েছে ১০ জন ক্রিকেটারকে। এর আগে সরাসরি চুক্তি ও রিটেইনড হিসাবে দলের সাথে রাখে নাসুম আহমেদ, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজকে। দেশি-বিদেশি সবমিলিয়ে খুলনার স্কোয়াড এখন ১৫ সদস্যের। এখন অবদি খুলনা টাইগার্সের বিদেশি খেলোয়াড়ের সংখ্যা ৪। 

খুলনা রিটেইনড খেলোয়াড় হিসেবে দলে ভিড়িয়েছে আফিফ হোসেন ও মাসুম আহমেদকে। এছাড়া ডিরেক্ট সাইনিংয়ের মাধ্যমে দলে নিয়েছে স্পিনিং অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজকে। এরপর ড্রাফটের টেবিল থেকে তারা কিনে নিয়েছে ইমরুল কায়েস, নাইম শেখ, মাহমুদুল হাসান জয়, মাহিদুল অংকনদের মতো ব্যাটারদের। 

খুলনার ফ্র্যাঞ্চাইজিটি তাদের পেস আক্রমণ সাজিয়েছে হাসান মাহমুদ, আবু হায়দার রনি ও দুই বিদেশি মোহাম্মদ হাসনাইন, ওশানে থমাসকে ড্রাফট থেকে কিনে। পাকিস্তানের আরও এক তারকা স্পিনার মোহাম্মদ নওয়াজ খেলবেন খুলনার জার্সিতে। ইংল্যান্ডের লুইস গ্রেগরিকেও তারা দলে যুক্ত করেছে। ড্রাফট থেকে মোহাম্মদ হাসনাইন ও লুইস গ্রেগরিকে কিনলেও সরাসরি চুক্তিতে দলে ভিড়িয়েছে ওশানে থমাস ও মোহাম্মদ নওয়াজকে। 

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক মাহফুজুর রহমান রাব্বি, অভিজ্ঞ অলরাউন্ডার জিয়াউর রহমান এবার বিপিএল মাতাবেন খুলনা টাইগার্সের হয়ে। 

খুলনা টাইগার্স-

নাসুম আহমেদ, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, হাসান মাহমুদ, নাইম শেখ, ইমরুল কায়েস, মাহিদুল অংকন, আবু হায়দার রনি, জিয়াউর রহমান, মাহফুজুর রহমান রাব্বি, মাহমুদুল হাসান জয়। 

মোহাম্মদ হাসনাইন (পাকিস্তান), ওশানে থমাস (ওয়েস্ট ইন্ডিজ), লুইস গ্রেগরি (ইংল্যান্ড), মোহাম্মদ নওয়াজ (পাকিস্তান)।

Details Bottom
Details ad One
Details Two
Details Three