Image

রোমাঞ্চকর জয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 1 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
রোমাঞ্চকর জয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের

রোমাঞ্চকর জয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের

রোমাঞ্চকর জয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের

আজ শুরু ২০২৪ নারী টি–টোয়েন্টি বিশ্বকাপ। উদ্বোধনী ম্যাচে স্বাগতিক বাংলাদেশের প্রতিপক্ষ স্কটল্যান্ড। আগে ব্যাট করতে নেমে বাংলাদেশ নির্ধারিত ২০ ওভারে স্কোরবোর্ডে জমা করে ১১৯ রান। টার্গেট টপকাতে নেমে স্কটিশ মেয়েরা ১০৩ রানের বেশি করতে পারেনি। ১৬ রানের জয়ে বিশ্বকাপের শুরুটা রাঙালো বাংলার মেয়েরা। 

আজ শারজায় বাংলাদেশ–স্কটল্যান্ড ম্যাচ দিয়ে শুরু হলো মেয়েদের টি–টোয়েন্টি বিশ্বকাপ। উদ্বোধনী ম্যাচেই বাংলাদেশের মেয়েদের বাজিমাত। গেল চার বিশ্বকাপ মিলিয়ে মোট ১৬ ম্যাচে পরাজিত হওয়া বাংলাদেশ অবশেষে পেল রোমাঞ্চকর জয়ের দেখা। 

টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত জানান বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। উদ্বোধনী ম্যাচে বাংলাদেশের উদ্বোধনী জুটিতে আসে ২৬ রান। ব্যক্তিগত ১২ রানে মুর্শিদা খাতুনের বিদায়ে ভাঙে এই জুটি। আরেক ওপেনার সাথী রানী অবশ্য খেলেছেন ২৯ রানের ইনিংস। 

তিনে নামা সোবহানা মোস্তারি ব্যক্তিগত ৩৬ রানের সময় এগিয়ে খেলতে গিয়ে হলেন বোল্ড। তবে ডাক হয়ে ফিরেছেন তাজ নেহার। অধিনায়ক নিগার সুলতানাও অবশ্য ১৮ রানের বেশি করতে পারেননি। শেষ পর্যন্ত বাংলাদেশের ইনিংস থামে ৭ উইকেটে ১১৯ রানে। 

১২০ রানের লক্ষ্য তাড়ায় নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে স্কটল্যান্ড। তবে সর্বোচ্চ ৪৯ রানের ইনিংস খেলেন ওপেনার সারাহ ব্রাইস। তিনি অবশ্য শেষ পর্যন্ত অপরাজিত থাকেন, তবে দলের জয়ের জন্য তার এই লড়াই যথেষ্ট হয়নি। শেষ পর্যন্ত ৭ উইকেট হারিয়ে ১০৩ রান করতে পারে স্কটিশ মেয়েরা। বাংলাদেশের নিশ্চিত হয় ১৬ রানের জয়। 

বল হাতে রিতু মনি মাত্র ১৫ রান খরচায় দখলে নিয়েছেন ২ উইকেট। বাকি চার বোলার নিয়েছেন একটি করে উইকেট। 

Details Bottom
Details ad One
Details Two
Details Three