নারাইন জানালেন, ফেরার দরজা বন্ধ!
নারাইন জানালেন, ফেরার দরজা বন্ধ!
নারাইন জানালেন, ফেরার দরজা বন্ধ!
সুনীল নারাইন আবারও ওয়েস্ট ইন্ডিজের জার্সিতে ফিরবেন কি না, তাই নিয়ে উঠেছিল আলোচনা। এবার নারাইন নিজেই নিশ্চিত করলেন, সেই দরজা বন্ধ হয়ে গেছে। মূলত তিনি নিজেই বন্ধ করলেন। আইপিএলের চলতি মৌসুমে ব্যাটে বলে দারুণ পারফরম্যান্সে নজর কেড়েছেন। তাই নতুন করে কথা উঠেছিল, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে এই অলরাউন্ডিং ক্রিকেটারকে দলে ফেরাতে পারে ওয়েস্ট ইন্ডিজ।
নারাইনের বয়সটা ৩৫ চলছে। গত সপ্তাহে রাজস্থান রয়্যালসের বিপক্ষে ৫৬ বলে ১০৯ রানের যে অপরাজিত ইনিংস খেললেন, তাতে অবশ্য এক তরুণ ব্যাটার হিসেবে তার চলনে-বলনে মনে হয়েছে। আইপিএলের এমভিপিতে আছেন শীর্ষে। কোলকাতা নাইট রাইডার্সের পক্ষে বল হাতে ৯ উইকেট নিয়ে যৌথভাবে শীর্ষে আছেন এই উইন্ডিজ ক্রিকেটার।
খুব সম্প্রতি ক্যারিবিয়ানদের টি-টোয়েন্টি অধিনায়ক রভম্যান পাওয়েল জানিয়েছিলেন, তারা নানাভাবে নারাইনের কাছে ফিসফাস করছে। যাতে সে ওয়েস্ট ইন্ডিজের হয়ে আবারও খেলার কথা বিবেচনা করে। হাজার হলেও এবার ঘরের মাটিতে বিশ্বকাপ। উইন্ডিজদের সামনে স্বপ্ন ও সুযোগ দুটো'ই ডাকছে হাতছানি দিয়ে।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা আসে ২০২৩ সালের নভেম্বরে। নারাইন ওয়েস্ট ইন্ডিজের হয়ে সর্বশেষ ম্যাচ খেলেছেন ২০১৯ সালে। এই ক্রিকেটার এক বিবৃতি দিয়ে পরিস্কার করেছেন, তিনি আর ফিরছেন না জাতীয় দলের হয়ে।
নারাইন লিখেছেন,
“সম্প্রতি আমার পারফরম্যান্সের পর অনেকে আমাকে নিয়ে তাদের ইচ্ছা প্রকাশ করছে। অনেকে চায় আমি যেন অবসর ভেঙে আসন্ন টি-২০ বিশ্বকাপে খেলি। কিন্তু আমি এ সিদ্ধান্ত নিয়ে স্থির রয়েছি এবং আমি কখনোই তাদের হতাশ করতে চাই না, দরজাটা এখন বন্ধ এবং যারা জুনে ওয়েস্ট ইন্ডিজের হয়ে খেলবে, আমি তাদের সমর্থন দেওয়ার জন্য থাকব। যারা গত কয়েকমাস ধরে কঠোর পরিশ্রম করছে, তারা আমাদের চমৎকার সমর্থকদের জন্য আরেকটি শিরোপা জিততে পারার সামর্থ্য রাখে। আমি তাদের শুভকামনা জানাই।”