Image

২৭ বছর পর ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতল শ্রীলঙ্কা

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 5 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
২৭ বছর পর ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতল শ্রীলঙ্কা

২৭ বছর পর ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতল শ্রীলঙ্কা

২৭ বছর পর ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতল শ্রীলঙ্কা

ঘরের মাঠে ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ৩-০ ব্যবধানে হেরেছিল শ্রীলঙ্কা। তবে ওয়ানডে সিরিজ নিজেদের করে নিয়েছে স্বাগতিকরা। শেষ দুই ম্যাচ জিতে ৩ ম্যাচের সিরিজ ২-০ তে জিতেছে চারিথ আসালাঙ্কার দল। প্রথম ম্যাচ হয়েছিল টাই। 

২ আগস্ট প্রথম ওয়ানডেতে দুই দল ছিল সমানে সমান। শ্রীলঙ্কার ২৩০ রানের জবাবে ঠিক ২৩০ রান করেই অলআউট হয় ভারত, ম্যাচ হয় টাই। 

৪ আগস্ট শ্রীলঙ্কা ২৪০ রান তুলে ভারতকে হারায় ৩২ রানের ব্যবধানে। 

সিরিজের শেষ ম্যাচে আজ শ্রীলঙ্কা জয় পেয়েছে ১১০ রানের বড় ব্যবধানে। আর তাতে নিশ্চিত হয়েছে ২-০ তে সিরিজ জয়। 

কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে এদিন টসে জিতে আগে ব্যাটিং করে শ্রীলঙ্কা। উদ্বোধনী জুটিতে ৮৯ রান তুলে দলকে দারুণ সূচনা এনে দেন পাথুম নিসাঙ্কা ও আভিষ্কা ফার্নান্দো। ৪৫ রান করে আউট হন নিসাঙ্কা। 

এরপর আভিষ্কা জুটি গড়েন কুশল মেন্ডিসের সঙ্গে। ৮২ রানের জুটি ভাঙে আভিষ্কা আউট হলে। ১০২ বলে ৯ চার ও ২ ছয়ে ৯৬ রান করেন তিনি, ৪ রানের জন্য হাতছাড়া হয় সেঞ্চুরি। ফিফটি করে ফেরেন কুশল মেন্ডিস, ৫৯ রান আসে তাঁর ব্যাট থেকে। 

শুরুর ৩ ব্যাটার রান পেলেও মিডল অর্ডার ব্যর্থ হয়। শেষদিকে কামিন্দু মেন্ডিস ১৯ বলে ২৩* রান করলে ২৫০ ছুঁইছুঁই স্কোর গড়ে শ্রীলঙ্কা। ৭ উইকেটে ২৪৮ রান করতে পারে তাঁরা। 

ভারতের পক্ষে ৩ উইকেট নেন রিয়ান পরাগ। ১ টি করে শিকার মোহাম্মদ সিরাজ, আক্সার প্যাটেল, ওয়াশিংটন সুন্দর ও কুলদ্বীপ যাদবের। 

বোলারদের কল্যাণে এই ২৪৮ রানই যথেষ্ট হয় শ্রীলঙ্কার। ভারত অলআউট হয়ে যায় কেবল ১৩৮ রানে। ২৬.১ ওভারেই সবকটি উইকেট হারায় তাঁরা। 

ভারতের পক্ষে সর্বোচ্চ ৩৫ রান করেন অধিনায়ক রোহিত শর্মা। এছাড়া ওয়াশিংটন সুন্দর ৩০, ভিরাট কোহলি ২০ ও রিয়ান পরাগ ১৫ রান করেন। বাকি কেউই ২ অঙ্ক স্পর্শ করতে পারেননি। 

ভারতকে অল্পতে গুটিয়ে দিতে ২৭ রান খরচে ৫ উইকেট নেন দুনিথ ওয়েল্লালাগে। ২ টি করে উইকেট নেন মাহিশ থিকশানা ও গেলম্যাচের জয়ের নায়ক জেফ্রি ভ্যান্ডারসে। বাকি ১ উইকেট যায় আসিথা ফার্নান্দোর দখলে। 

১৯৯৭ সালের পর এই প্রথম ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতল শ্রীলঙ্কা।  

Details Bottom
Details ad One
Details Two
Details Three