কোহলি-রোহিতদের আরও ট্রফি জেতা উচিত ছিল: ভন
কোহলি-রোহিতদের আরও ট্রফি জেতা উচিত ছিল: ভন
কোহলি-রোহিতদের আরও ট্রফি জেতা উচিত ছিল: ভন
১৭ বছর পরে আবার টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে ভারত। এক দিনের ব্যবধানে বিদায় জানিয়েছেন তিন ক্রিকেটার। ভিরাট কোহলি, রোহিত শর্মার পরে জাদেজার অবসরে নিশ্চিত ভাবেই একটি যুগের সমাপ্তি ঘটছে ভারতীয় ক্রিকেটে। 'তাদের আরও ট্রফি জেতা উচিত ছিল': ভিরাট কোহলি, রোহিত শর্মা এবং রবীন্দ্র জাদেজার বিষয়ে কথা বলতে গিয়ে এভাবেই মাইকেল ভন নিজের আশার কথা শোনালেন।
বিশ্বকাপ জয়ের পর আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নেন ভারতের তিন অভিজ্ঞ ক্রিকেটার। 'তাদের আরও সাদা বলের ট্রফি জেতা উচিত ছিল'; টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর রোহিত, কোহলি এবং জাদেজার অবসর নিয়ে মাইকেল ভন। ভনের মতে, রোহিত, কোহলি এবং জাদেজার ত্রয়ীকে আরও আইসিসি শিরোপা জেতা উচিত ছিল।
ক্লাব প্রেইরি ফায়ার পডকাস্টে ভন বলেছেন, 'তাদের মধ্যে আরও সাদা বলের ট্রফি জেতা উচিত ছিল। রোহিতের আরও একটি বা দুটি ট্রফি জেতা উচিত ছিল।'
টি-টোয়েন্টি বিশ্বকাপে দ্বিতীয় শিরোপার জন্য ১৭ বছরের দীর্ঘ অপেক্ষার অবসানের সঙ্গে সঙ্গে এই সংস্করণে ভারতীয় ক্রিকেটের একটি সোনালি অধ্যায়ের সমাপ্তি হল।বারবাডোজে স্নায়ুক্ষয়ী ফাইনালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সাত রানের নাটকীয় জয়ের পর আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দেন ফাইনালসেরা ভিরাট কোহলি। পরে সংবাদ সম্মেলনে ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক রোহিত শর্মাও বিদায় বলে দেন আন্তর্জাতিক টি-টোয়েন্টিকে।