মাঠে না খেললে জিমেই ঝিমিয়ে যাবে মেয়েদের ক্রিকেট
-
1
প্রীতি ম্যাচে ভালো আম্পায়ার থাকায় মাঠে বেশী উত্তাপ দেখাবেন না শান্ত
-
2
তাসকিনই ভাঙুক আমার গতির রেকর্ড, ঢাকায় এসে প্রত্যাশা শোয়েব আখতারের
-
3
নিলামের আলো কাড়লেন মুস্তাফিজ, কেকেআরে রেকর্ড ৯.২০ কোটি
-
4
অ্যাশেজে টানা পরাজয়ের পর ইংল্যান্ডের একমাত্র পরিবর্তন, একাদশে জশ টাং
-
5
ভারতের কাছে সাত উইকেটে হেরে সিরিজে পিছিয়ে পড়ল দক্ষিণ আফ্রিকা
মাঠে না খেললে জিমেই ঝিমিয়ে যাবে মেয়েদের ক্রিকেট
মাঠে না খেললে জিমেই ঝিমিয়ে যাবে মেয়েদের ক্রিকেট
বিশ্বকাপ বাছাইপর্বে নিজেদের বিদায়ের পর কেমন যেন সবাই চুপচাপ! সেটা স্বাভাবিকই। তবে আশার বাণী শুনিয়েছিলো বিসিবি। মেয়েদের ক্রিকেটকে আরও শক্তিশালী করতে জোর দেয়া হবে অনুর্ধ্ব -১৬ ক্রিকেটে । সব কিছু ভুলে সবারই অপেক্ষা প্রিমিয়ার লীগকে ঘিরে।
ছেলেদের প্রিমিয়ার লীগ শুরু হচ্ছে আগামী বুধবার। তবে মেয়েদের প্রিমিয়ার লীগ! এখনও হয়নি দল বদল। টুর্নামেন্ট আয়োজন করতে প্রস্তত বিসিবির উইমেন্স কমিটি। অভাবটা শুধু মাঠের। নিশ্চয়তা পেলে শুরু হয়ে যাবে দলবদল। সংস্কারের কাজ চলছে হোম অব ক্রিকেটে।
অন্যদিকে ছেলেদের লীগ নিয়ে ব্যাস্ত বিকেএসপি’র মাঠ গুলোও। কক্স-বাজারে হবে যুবাদের বিসিএল। এতসবের ভেতর কোন ভাবেই মিলছেনা মেয়েদের ক্রিকেট লীগ। মেয়েদের ক্রিকেট নিয়ে শুধু আশ্বাসই দিয়ে যাচ্ছেন গ্রাউন্ডস ম্যানেজার।
উইমেন্স উইংয়ের চেয়ারম্যান এমএ আওয়াল চৌধুরী তিনিও অসহায় সময়ের কাছে। এসব মেনে নিয়েই বিকল্প কিছু করার কথা ভাবছেন সভাপতি। এত কিছুর পরও মেয়েরা সময় কাটাচ্ছেন নিজেদের ফিট রাখতে। যতই ফিট থাকার চেষ্টা করুক না কেন, ক্রিকেটটা মাঠে না গড়ালে যে জিমেই ঝিমিয়ে যাবে মেয়েদের ক্রিকেট!
