আফগানিস্তানের কাছে হোয়াইটওয়াশ এড়াল দক্ষিণ আফ্রিকা
- 1
"সঠিক মডেল ও মালিকানায় বিপিএল হবে বিশ্বমানের", অনিল মোহন বদলে দিবেন সব
- 2
অবশেষে শেষ হল নিষেধাজ্ঞা, আবার ক্রিকেটে ফিরছেন ব্রেন্ডন টেলর
- 3
বেন স্টোকস ছিটকে গেলেন ভারতের বিপক্ষে শেষ টেস্ট থেকে, ইংল্যান্ড দলে চার পরিবর্তন
- 4
অবস্থান সুদৃঢ় হল রুটের, ইতিহাস রচনা করলেন অভিষেক শর্মা
- 5
দ্য হান্ড্রেডে চোখ কপালে ওঠার মত বিনিয়োগ! ৫০০ মিলিয়ন পাউন্ডেরও বেশি আসছে ইসিবিতে

আফগানিস্তানের কাছে হোয়াইটওয়াশ এড়াল দক্ষিণ আফ্রিকা
আফগানিস্তানের কাছে হোয়াইটওয়াশ এড়াল দক্ষিণ আফ্রিকা
শারজাহতে ৭ উইকেটের বড় জয়ে হোয়াইটওয়াশ এড়াল দক্ষিণ আফ্রিকা। আফগানিস্তানের কাছে প্রথম দুই ওয়ানডে হেরে আগেই প্রোটিয়াদের নিশ্চিত হয়ে যায় সিরিজ হার। শেষ ম্যাচে অবশ্য দাপট দেখিয়ে হোয়াইটওয়াশ এড়াল দক্ষিণ আফ্রিকা।
আফগানদের কাছে প্রথমবারের মতো সিরিজ হার দক্ষিণ আফ্রিকার। ১০২ বল হাতে রেখে দুর্দান্ত জয়ে হোয়াইটওয়াশ এড়ালো প্রোটিয়ারা। সিরিজ ২-১ এ জিতলো আফগানরা। এক রহমানউল্লাহ গুরবাজের হাতে গেল ম্যাচসেরা ও সিরিজসেরা ক্রিকেটারের পুরষ্কার।
সিরিজের শেষ ওয়ানডেতে আফগানিস্তানকে ১৬৯ রানের বেশি করতে দেয়নি দক্ষিণ আফ্রিকার বোলিং অ্যাটাক। তবে ওপেনার রহমানউল্লাহ গুরবাজের ব্যাটিংয়ের কোনো জবাব-ই ছিল না দক্ষিণ আফ্রিকার কাছে। ১৬৯ রানের মধ্যে গুরবাজের একারই ৮৯। বাকি ৮০ রান করেন ১০ ব্যাটার মিলে।
এদিন অবশ্য আফগান ব্যাটারদের মধ্যে দুই অংকের ঘর ছুঁতে পারেন কেবল ৩ জন। গুরবাজের ৮৯ রানের ইনিংস ছাড়া সর্বোচ্চ রান আসে গজনফারের ব্যাট থেকে। ১৫ বলে ৩১ রানের ক্যামিও ইনিংসে তিনি থাকেন অপরাজিত। অধিনায়ক হাশমতউল্লাহ শহীদী করেন ১০ রান। দলের বাকি সবাই সিঙ্গেল ডিজিটে উইকেট হারান।
সহজ লক্ষ্য তাড়ায় নেমে উদ্বোধনী জুটিতেই দক্ষিণ আফ্রিকা পায় ৪০ রান। অধিনায়ক টেম্বা বাভুমা ব্যক্তিগত ২২ রানে আউট হলে ভাঙে এই জুটি। আরেক ওপেনার টনি ডি জর্জি করেন ২৬। তিনে নামা রেজা হেনড্রিক্স ১৮ রান করতেই নিয়েছেন বিদায়। তবে দায়িত্ব নিয়ে দলকে জিতিয়ে আসেন এইডেন মার্করাম। ফিফটি হাঁকিয়ে মার্করাম অপরাজিত থাকেন ৬৯ রানে। তাকে সঙ্গ দেওয়া ট্রিস্টান স্টাবসের ব্যাট থেকে আসে ২৬ রান।
৩৩ ওভারেই ৭ উইকেট হাতে রেখে ১৭০ রানের টার্গেটে পৌঁছে যায় দক্ষিণ আফ্রিকা। স্বস্তির জয়ে শেষ করল সিরিজ।