আয়ারল্যান্ডের টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 1 সপ্তাহ আগে আপডেট: 1 সেকেন্ড আগে
আয়ারল্যান্ডের টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা

আয়ারল্যান্ডের টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা

আয়ারল্যান্ডের টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ এর জন্য স্কোয়াড ঘোষণা করেছে আয়ারল্যান্ড জাতীয় ক্রিকেট দল। ১৫ সদস্যের স্কোয়াডে অভিজ্ঞতা ও তারুণ্যের মিশেল রেখেছে আইরিশ নির্বাচকরা। 

ওপেনার পল স্টারলিংয়ের নেতৃত্বে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ এ খেলবে আয়ারল্যান্ড। 

ইউরোপের এই দলটি আছে গ্রুপ 'এ' তে। যেখানে তাঁদের সঙ্গী ভারত, পাকিস্তান, স্বাগতিক যুক্তরাষ্ট্র ও কানাডা। 

স্কোয়াডে পল স্টারলিং ছাড়াও আছেন অভিজ্ঞ অ্যান্ড্রু বালবার্নি, জর্জ ডকরেলরা। 

শুধু টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্যই নয়, পাকিস্তানের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ ও নেদারল্যান্ডস এবং স্কটল্যান্ডের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের স্কোয়াডও ঘোষণা করেছে তাঁরা। 

বিশ্বকাপে থাকা ১৫ জনের ১৪ জনই আছেন বাকি দুই স্কোয়াডে। তবে কেবল বিশ্বকাপ স্কোয়াডে আছেন জশ লিটল। দুই সিরিজে বিশ্রাম পাচ্ছেন তিনি। 

 

আয়ারল্যান্ডের টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড- 

পল স্টারলিং (অধিনায়ক), মার্ক অ্যাডায়ার, রস অ্যাডায়ার, অ্যান্ড্রু বালবার্নি, কুর্টিস ক্যাম্ফার, গ্যারেথ ডেলানি, জর্জ ডকরেল, গ্রাহাম হিউম, জশ লিটল, ব্যারি ম্যাককার্থি, নেইল রক, হ্যারি টেক্টর, লরকান টাকার, বেন হোয়াইট, ক্রেইগ ইয়াং। 

পাকিস্তান-আয়ারল্যান্ড সিরিজের সূচি- 

১ম টি-টোয়েন্টি- ১০ মে, কনটার্ফ
২য় টি-টোয়েন্টি- ১২ মে, ক্লনটার্ফ 
৩য় টি-টোয়েন্টি- ১৪ মে, ক্লনটার্ফ 

নেদারল্যান্ডসে ত্রিদেশীয় সিরিজের সূচি- 

১৯ মে- আয়ারল্যান্ড বনাম নেদারল্যান্ডস, ভুবার্গ 
২০ মে- আয়ারল্যান্ড বনাম স্কটল্যান্ড, ভুবার্গ
২৩ মে- আয়ারল্যান্ড বনাম স্কটল্যান্ড, ভুবার্গ 
২৪ মে- আয়ারল্যান্ড বনাম নেদারল্যান্ডস, ভুবার্গ। 

বিশ্বকাপে আয়ারল্যান্ডের ম্যাচের সূচি- 

বিপক্ষ শ্রীলঙ্কা (প্রস্তুতি)- ৩১ মে, ফ্লোরিডা
বিপক্ষ ভারত- ৫ জুন, নিউইয়র্ক
বিপক্ষ কানাডা- ৭ জুন, নিউইয়র্ক
বিপক্ষ যুক্তরাষ্ট্র- ১৪ জুন, ফ্লোরিডা
বিপক্ষ পাকিস্তান- ১৬ জুন, ফ্লোরিডা।