মার্শ ও ওয়ার্নারের ফিটনেস নিয়ে ভাবনায় অস্ট্রেলিয়া
মার্শ ও ওয়ার্নারের ফিটনেস নিয়ে ভাবনায় অস্ট্রেলিয়া
মার্শ ও ওয়ার্নারের ফিটনেস নিয়ে ভাবনায় অস্ট্রেলিয়া
অস্ট্রেলিয়ান অলরাউন্ডার মিচেল মার্শ এবং ওপেনার ডেভিড ওয়ার্নারের চোট থেকে ফিটনেসের দুশ্চিন্তা করছে দলটি। সামনে আছে টি-টোয়েন্টি বিশ্বকাপ, চিন্তাটা মূলত সেই আসর নিয়েই। মার্শের কাছে দলের নেতৃত্বের জায়গা থাকবে। আর ওয়ার্নার থাকবেন ওপেনার হিসেবে। বড় টুর্নামেন্ট সামনে রেখে তাই ভাবনার জায়গা কিছুটা তৈরি হয়েছে অস্ট্রেলিয়ার।
হ্যামস্ট্রিংয়ে চোটের কারণে আইপিএলের মাঠ থেকে সরে গেছেন মার্শ। এখন অবস্থান করছেন অস্ট্রেলিয়ায়। দিল্লি ক্যাপিটালসের হয়ে আবারও ভারতে ফিরবেন কি না, এ ব্যাপারে এখনো নিশ্চিত হওয়া যায়নি।
তবে এই ৩২ বছর বয়সী ক্রিকেটারকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চাচ্ছে না অস্ট্রেলিয়া। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে দলের নেতৃত্ব যার হাতে থাকবে, তার ব্যাপারে সতর্ক থাকার চেষ্টা করবে তারা।
“আমরা খুশি ও স্বস্তিতে আছি আছি তার ব্যাপারে, যেভাবে সে টি-টোয়েন্টি দলকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আমরা মনে করছি সে-ই বিশ্বকাপে নেতৃত্ব দিবে। আমার মনে হয় অল্প কিছু সময় ও ব্যাপার বাকি আছে।”
দিল্লির হয়ে ২০, ২৩, ১৮ ও ০– মোট ৪ ইনিংস খেলে এই ছিল মার্শের সংগ্রহ। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপে নেতৃত্বের জায়গা তো থাকছে, পাশাপাশি ব্যাট হাতে জ্বলে ওঠার ক্ষমতা ও আশা তার কাছে করে রাখবে অস্ট্রেলিয়া।
গত শুক্রবার আইপিএলের ম্যাচে ব্যাট করতে গিয়ে দিল্লির ডেভিড ওয়ার্নারও পড়েছেন চোটের শঙ্কায়। লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের বিপক্ষে মাঠে নেমে এই অজি ক্রিকেটারের হাতে কিছুটা আঘাত লাগে।
তার ফিটনেস পরখ করে দেখছে সংশ্লিষ্টরা। আগামী বুধবার গুজরাট টাইটান্সের বিপক্ষে মাঠে নামবে দিল্লি। সেই ম্যাচে ওয়ার্নারকে সুস্থভাবে মাঠে চাইবে আইপিএলের এই দলটি। অস্ট্রেলিয়ার হয়ে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ট্রাভিস হেডের সাথে ওপেনিংয়ে নামার কথা রয়েছে ওয়ার্নারের।