Image

দুর্নীতির দায়ে নিষিদ্ধ পুনে ডেভিলস ব্যাটিং কোচ ও দলের মালিক

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 3 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
দুর্নীতির দায়ে নিষিদ্ধ পুনে ডেভিলস ব্যাটিং কোচ ও দলের মালিক

দুর্নীতির দায়ে নিষিদ্ধ পুনে ডেভিলস ব্যাটিং কোচ ও দলের মালিক

দুর্নীতির দায়ে নিষিদ্ধ পুনে ডেভিলস ব্যাটিং কোচ ও দলের মালিক

আবুধাবি টি-টেন লিগে দুর্নীতির দায়ে পুনের ব্যাটিং কোচ ও মালিক নিষিদ্ধ। পুনে ডেভিলসের ব্যাটিং কোচ আশার জাইদি এবং দলের সহ-মালিক পরাগ সাংঘাভি এবং কৃষাণ কুমার চৌধুরীকে ২০২১ আবুধাবি টি-টেন লিগে দুর্নীতির জন্য আইসিসি দ্বারা নিষিদ্ধ করা হয়েছে।

জাইদি সব ধরণের ক্রিকেট থেকে পাঁচ বছরের নিষেধাজ্ঞা পেলেন। যেখানে সাংঘাভি এবং কৃষাণ কোডের অধীনে দুটি অপরাধ স্বীকার করার পরে দুই বছরের নিষেধাজ্ঞা পান। এক বিবৃতিতে তাদের এই শাস্তির খবর জানিয়েছে আইসিসি। যা ১৯ সেপ্টেম্বর ২০২৩ থেকে কার্যকর হয়।

প্রতিটি নিষেধাজ্ঞার শেষ ১২ মাস স্থগিত করা হয়। যার ফলে জাইদি ৪ বছর ও অন্য দুজন ১ বছর পর থেকে সব ধরনের ক্রিকেটীয় কার্যক্রম শুরু করতে পারবে। 

এর আগে ছয় মাসের স্থগিত নিষেধাজ্ঞাসহ দুই বছরের জন্য সব ধরনের ক্রিকেটে নিষিদ্ধ হয়েছেন পুনের অধিনায়ক ও বাংলাদেশের এই অফ স্পিনিং অলরাউন্ডার নাসির হোসেন। নিষেধাজ্ঞার অন্যান্য শর্তে সন্তুষ্ট করতে পারলে ২০২৫ সালের ৭ এপ্রিলের পর ক্রিকেটে ফিরতে পারবেন নাসির। 

Details Bottom
Details ad One
Details Two
Details Three