Image

মাত্র ৩৪ বলেই ম্যাচ জিতে গেল অস্ট্রেলিয়া

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 6 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
মাত্র ৩৪ বলেই ম্যাচ জিতে গেল অস্ট্রেলিয়া

মাত্র ৩৪ বলেই ম্যাচ জিতে গেল অস্ট্রেলিয়া

মাত্র ৩৪ বলেই ম্যাচ জিতে গেল অস্ট্রেলিয়া

অ্যান্টিগার স্যার ভিভ রিচার্ডস স্টেডিয়ামে মাত্র ৩৪ বলেই নামিবিয়াকে হারিয়ে দেয় শক্তিশালী অস্ট্রেলিয়া। অ্যাডাম জাম্পা ১২ রান খরচায় ৪ উইকেট নিলে নামিবিয়া ৭২ রানে গুটিয়ে যায়। ২০২১ সালের চ্যাম্পিয়নরা তারপর কেবল ৫.৪ ওভারের মধ্যেই টার্গেট টপকে যায়। 

টানা তিন জয়ে অস্ট্রেলিয়ার টিকিট মিলল সুপার এইটের। হার মানেই নামিবিয়া বাদ। অস্ট্রেলিয়ার পর সুপার এইটের দৌড়ে আপাতত এগিয়ে স্কটল্যান্ড। 

মিচেল মার্শ টস জিতে বল করার সিদ্ধান্ত নেন। প্রথম পাওয়ার প্লে শেষের আগেই নামিবিয়া হারিয়ে বসে ৩ উইকেট, রান করতে পারে কেবল ১৭। ইনিংসের তৃতীয় ওভারে জশ হ্যাজেলউডের ডেলিভারিতে অজিদের ব্রেকথ্রু। ৭ বল খেলা ওপেনার নিকোলাস ড্যাভিন করেন ৩। প্যাট কামিন্স তার প্রথম ওভারে আঘাত হানেন, তিনে নামা জ্যান ফ্রাইলিঙ্ক উইকে

মাইকেল ভ্যান লিংজেন প্রথম দুই ওভারে একটি করে বাউন্ডারি মারেন। তবে হ্যাজেলউড ফের অ্যাকশনে আসতেই হারিয়েছেন উইকেট। তার ব্যাট থেকে আসা ১০ রানই নামিবিয়ার ইনিংসে দ্বিতীয় সর্বোচ্চ। অধিনায়ক এরাসমাস ৪৩ বলে ৩৬ রানের ইনিংস খেলে দলকে শুধু রক্ষাই করেননি, পঞ্চাশের সংগ্রহ টপকে দেন। 

শেষ পর্যন্ত নির্ধারিত ওভারের ১৮ বল আগেই গুটিয়ে যায় নামিবিয়া, মাত্র ৭২ রানে। জশ হ্যাজেলউড, মার্কাস স্টোইনিস দু'টি করে উইকেট পেলেও অ্যাডাম জাম্পা স্পিন বিষে নীল করে দখলে নেন ৪ উইকেট। তাতেই যেন অল্পতে শেষ প্রতিপক্ষ। 

সহজ লক্ষ্য তাড়ায় নেমে অস্ট্রেলিয়ার তেমন একটা বেগ পেতে হয়নি। মাত্র ৩৪ বলেই তারা করে ফেলে ৭৪ রান, নিশ্চিত হয় ৯ উইকেটের বড় জয়। কেবল ডেভিড ওয়ার্নারকে হারায়, ফেরার আগে ৮ বলেই এই তারকা ওপেনার করেন ২০ রান। তিনে নামা মার্শ তখন সঙ্গী হন তান্ডব চালাতে থাকা ট্রাভিস হেডের। হেড ১৭ বলে ৩৪, মার্শের ১৮ রানের ক্যামিওতে ৫.৪ ওভারের বেশি লাগেনি অস্ট্রেলিয়ার। 

Details Bottom
Details ad One
Details Two
Details Three