Image

টানা জয়ে টপে স্কটল্যান্ড, বিপদে প্রতিবেশী ইংল্যান্ড

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 6 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
টানা জয়ে টপে স্কটল্যান্ড, বিপদে প্রতিবেশী ইংল্যান্ড

টানা জয়ে টপে স্কটল্যান্ড, বিপদে প্রতিবেশী ইংল্যান্ড

টানা জয়ে টপে স্কটল্যান্ড, বিপদে প্রতিবেশী ইংল্যান্ড

সুপার এইটে উঠতে না পারার শঙ্কায় রয়েছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড। সেই শঙ্কা আরো বাড়িয়ে তুলেছে স্কটল্যান্ড। রবিবার রাতে ওমানকে হারিয়ে তিন ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে স্কটল্যান্ড এখন ‘বি’ গ্রুপের শীর্ষে। দুই ম্যাচের দুটিতে জিতে ৪ পয়েন্ট নিয়ে দুইয়ে অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের পয়েন্ট মাত্র ১। সুপার এইটে ওঠার লড়াইয়ে ইংল্যান্ডের বাঁধা হয়ে দাড়িয়েছে তাই প্রতিবেশী স্কটল্যান্ড। 

রবিবার অ্যান্টিগায় ভিভ রিচার্ডস স্টেডিয়ামে ওমানকে ৭ উইকেটের বিশাল ব্যাবধানে উড়িয়ে দিয়েছে স্কটল্যান্ড। আগে ব্যাট করে ওমান সংগ্রহ করে ৭ উইকেটে ১৫০ রান। ওমানের বোলারদের তুলোধুনো করে ঝড়ো ব্যাটিংয়ে ৪১ বল হাতে রেখেই লক্ষ্যে পৌছে যায় স্কটিস ব্যাটাররা।

টস জিতে আগে ব্যাটিং করতে নেমে ওমান ১ম উইকেট হারায় দলীয় ২১ রানে। প্রতীক আথাভালের ও আয়ান খান দারুণ ব্যাটিং করে এগিয়ে নিতে থাকেন দলকে। ৫টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৪০ বলে ৫৪ রান করেন আথাভালে। ছয় নম্বরে ব্যাট করতে নেমে ৪১ রানে অপরাজিত থাকেন আয়ান। ৩৯ বলের ইনিংসে ৪টি চার মারেন এই ব্যাটার। ইলিয়াস করেন ১৬ রান, তাছাড়া ওমানের অন্য ব্যাটাররা খুব একটা সুবিধা করতে পারেননি। স্কটল্যান্ডের হয়ে ২টি উইকেট নেন সাফিয়ান শারিফ।

১৫১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ব্রান্ডন ম্যাকমুলেনের হাফসেঞ্চুরি ও জর্জ মানসির চল্লিশার্ধো ইনিংসে সহজেই জয় পায় স্কটল্যান্ড। ১১ ছক্কা আর ১৩ চারে তোলা এই রানের মধ্যে তিনে নামা ব্রান্ডন ম্যাকমুলেন খেলেন ৬১ রানের অপরাজিত ইনিংস। অধিনায়ক রিচি বেরিংটন ও ম্যাথিউ ক্রসকে নিয়ে ম্যাচ শেষ করেন ম্যাক মুলেন। ৩১ বলে ৯টি চার ও ২টি ছক্কায় সর্বোচ্চ ৬১ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন তিনি। ২০ বলে ২টি চার ও ৪টি ছক্কায় মানসি করেন ৪১ রান। ফলে ৪১ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌছে যায় স্কটল্যান্ড। 

ওমানের বিপক্ষে স্কটল্যান্ডের এই জয়ে বড় বিপদ হয়ে দাড়িয়েছে ইংল্যান্ডের। সুপার এইটে যেতে হলে বাকি ২ টি ম্যাচ বড় রানরেটে জেতার পাশাপাশি ইংল্যান্ডকে তাকিয়ে থাকতে হবে স্কটল্যান্ডের দিকে।

Details Bottom
Details ad One
Details Two
Details Three