জিম আফ্রো টি-১০ লিগের চ্যাম্পিয়ন বাংলা টাইগার্স
-
1
টি-টোয়েন্টিতে ফিরলেন বাবর আজম, নতুন অধ্যায়ে পাকিস্তান দলে বড় পরিবর্তন
-
2
আটলান্টায় বদলে যাওয়া সাকিব, এখনো বিদায় নেয়ার স্বপ্ন দেখেন দেশের মাটিতেই
-
3
বিশ্বকাপের জন্য দুই তিন মাসের পরিকল্পনাই যথেষ্ট মনে করেন মিরাজ
-
4
অ্যাডাম জাম্পা ও রশিদ খানকে পেছনে ফেলে রিশাদের বিশ্ব রেকর্ড
-
5
সৌন্দর্য্যে বিশ্বচর্চায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম
জিম আফ্রো টি-১০ লিগের চ্যাম্পিয়ন বাংলা টাইগার্স
জিম আফ্রো টি-১০ লিগের চ্যাম্পিয়ন বাংলা টাইগার্স
জিম আফ্রো টি-টেন লিগে চ্যাম্পিয়নের শিরোপা ঘরে তুলেছে জোবার্গ বাংলা টাইগার্স। টুর্নামেন্টটির দ্বিতীয় আসরে কেপ টাউন স্যাম্প আর্মিকে ৫ রানে হারিয়ে শ্বাসরুদ্ধকর এই ফাইনাল জিতে চ্যাম্পিয়ন হয় জোবার্গ বাংলা টাইগার্স।
রবিবার টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ১০ ওভারে ৫ উইকেট হারিয়ে জোবার্গ বাংলা টাইগার্স সংগ্রহ করে ১২৯ রান। জয়ের লক্ষ্যে ১৩০ রানের টার্গেট তাড়া করতে নেমে ১২৪ রানেই গুটিয়ে যায় কেপ টাউনের ইনিংস। ফলে ৫ রানের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে জোবার্গ বাংলা টাইগার্স
প্রথমে ব্যাট করতে নেমে উড়ন্ত সূচনা করেন জোবার্গ বাংলা টাইগার্সের ২ ওপেনার মোহাম্মদ শাহজাদ ও কুশল পেরেরা। এই দুজন মিলে গড়েন ৫৯ রানের জুটি। মোহাম্মদ শাহজাদের ২৫ বলে ৪৪ রান করে আউট হন। পেরেরা করেন ১১ বলে ৩৩ রান। হজরতউল্লাহ জাজাই ও সিকান্দার রাজা করেন যথাক্রমে ১৯ ও ১২ রান।
১৩০ রান তাড়া করতে নেমে কেপ টাউনের পক্ষেও ভালো সূচনা করেন ২ ওপেনার ব্রিয়ান বেনেট ও ডেভিড মালান। দলীয় ৮১ রানে ৩৬ রান করে আউট হন বেনেট। শেষ দিনে জ্যাক টাইলর ৯ বলে ২৩ রানের ঝড় তুললেও কাজ হয়নি। হার মানতে হয় ৫ রানে। অন্যদিকে ২৮ বলে ৬২ রান করে অপরাজিত থাকেন মালান। তার ইনিংসে ছিলো ৭ টি চার ও ৩ টি ছক্কা।
কেপ টাউনের ২ টি উইকেটই শিকার করেন অ্যাডাম মিলনে। ম্যান অব দ্যা ফাইনাল নির্বাচিত হন মোহাম্মদ শাহজাদ।
