Image

বাংলাদেশ সিরিজের জন্য দল ঘোষণার অপেক্ষায় বিসিসিআই

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 4 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
বাংলাদেশ সিরিজের জন্য দল ঘোষণার অপেক্ষায় বিসিসিআই

বাংলাদেশ সিরিজের জন্য দল ঘোষণার অপেক্ষায় বিসিসিআই

বাংলাদেশ সিরিজের জন্য দল ঘোষণার অপেক্ষায় বিসিসিআই

এ মাসেই মাসেই বাংলাদেশের বিপক্ষে ঘরের মাঠে দুই টেস্ট খেলবে ভারত। দুলীপ ট্রফির প্রথম রাউন্ডের পরে ভারতের টেস্ট স্কোয়াড ঘোষণা করবে বিসিসিআই। ১৯ সেপ্টেম্বর থেকে চেন্নাইয়ে বাংলাদেশের বিপক্ষে ভারত তাদের প্রথম টেস্ট খেলবে। 

প্রথম টেস্টের আগে ভারতের লাল বলের খেলোয়াড়রা ১২ সেপ্টেম্বর চিপকে অনুশীলন শুরু করবে। একই ভেন্যুতে ১৫ সেপ্টেম্বর থেকে অনুশীলন শুরু করার কথা রয়েছে নাজমুল হোসেন শান্তর দলের। 

বাংলাদেশের বিপক্ষে দুই টেস্টের সিরিজের জন্য এখনো দল ঘোষণা করেনি বিসিসিআই। ৫ থেকে ৮ সেপ্টেম্বর ব্যাঙ্গালোর এবং অনন্তপুরে অনুষ্ঠিত হতে যাওয়া দলীপ ট্রফির প্রথম রাউন্ডের পরে এই ঘোষণা হতে পারে। 

স্কোয়াডে থাকা প্রায় নিশ্চিত শুবমান গিল, লোকেশ রাহুল, ধ্রুব জুরেল, কুলদ্বীপ যাদব, আকাশ দ্বীপ, ইয়াশভি জাইসাওয়াল, সরফরাজ খান, রিশাব পান্ট, মুকেশ কুমার, শ্রেয়াস আইয়ার, আর্শদ্বীপ সিং এবং কেএস ভরতের। 

অভিমন্যু ইশ্বরন, দেবদূত পাডিকল, সাই সুদর্শন এবং বোলার সাই কিশোর, সৌরভ কুমার, যশ দয়ালের মতো আরও অনেক টেস্ট প্রত্যাশী দুলীপ ট্রফির শুরুতে খেলবেন। 

ভারতের শেষ টেস্ট সিরিজ ছিল ইংল্যান্ডের বিরুদ্ধে ফেব্রুয়ারি-মার্চে ঘরের মাঠে। যা রোহিত শর্মার ৪-১ ব্যবধানে জিতেছিল। 

বাংলাদেশ গতকালই রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিরুদ্ধে ঐতিহাসিক টেস্ট সিরিজ জিতেছে এবং চেন্নাইয়ে এই আত্মবিশ্বাসকে নিয়ে যেতে আগ্রহী। টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলে শীর্ষ চারে এখন বাংলাদেশ। পাকিস্তান সিরিজ শুরু হওয়ার আগে অবশ্য টেবিলে ৮ নম্বরে ছিল বাংলাদেশ। 

৬৮.৫২ শতাংশ পয়েন্ট নিয়ে ভারত টেবিলের শীর্ষে রয়েছে এবং বাংলাদেশের বিপক্ষে সিরিজে তাদের অবস্থান আরও শক্তিশালী করার আশা করবে।

Details Bottom
Details ad One
Details Two
Details Three