কানপুরে পন্ড ৩য় দিনের খেলা
- 1
বিসিবি নির্বাচন, ফিক্সিং ইঙ্গিত ও ক্রীড়া উপদেষ্টার ‘সীমিত হস্তক্ষেপ’: আড়ালের গল্প কী?
- 2
আইপিএলের রঙ্গমঞ্চে গেইলের শেষ অঙ্কটা বিষাদের
- 3
বিসিবি নির্বাচনে অংশ নেবেন তামিম, সরে দাঁড়ালেন আকরাম খান
- 4
এশিয়া কাপে দুই বাংলাদেশি আম্পায়ার, ভারত-পাকিস্তান ম্যাচের দায়িত্বেও তারা
- 5
রেকর্ডবুকে নতুন দাগ, ৩৪২ রানের হারে মুখ খুললেন দক্ষিণ আফ্রিকার কোচ

কানপুরে পন্ড ৩য় দিনের খেলা
কানপুরে পন্ড ৩য় দিনের খেলা
প্রথম দিনের ৩৫ ওভারের ওভারের পর গেল দুই দিনে কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামে হয়নি একটি বলও। ফলে টানা ২য় দিনের মতো পরিত্যক্ত হলো খেলা। টেস্টের বাকি কেবল আর দুই দিন।
কানপুরে গতকালের মতো আজ বৃষ্টি নেই, তারপরেও সকাল থেকে মাঠ খেলার উপযোগী করতে পারেনি গ্রিন পার্কের গ্রাউন্ডস্টাফরা। শেষ পর্যন্ত বাংলাদেশ সময় বেলা ২ টা ৮ মিনিটে আনুষ্ঠানিক ঘোষণা আসে ৩য় দিনের খেলা পরিত্যক্ত হবার।
প্রথম ইনিংসে ৩৫ ওভারে ৩ উইকেট হারিয়ে ১০৭ রান বাংলাদেশের। ২ ওপেনারের পর সাজঘরে ফিরেছিলেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্তও। ৪০ রান করে মুমিনুল হক ও ৬ রান করে মুশফিকুর রহিম অপরাজিত থাকেন। আজ ৩য় দিনে এই দুই ব্যাটারের মাঠে নামার কথা ছিল। তবে ভেজা আউটফিল্ডের কারণে তা সম্ভব হয়নি।
সংক্ষিপ্ত স্কোর (৩য় দিন শেষে):
বাংলাদেশ ১০৭/৩ (৩৫ ওভার), জাকির ০, সাদমান ২৪, মুমিনুল ৪০*, শান্ত ৩১, মুশফিক ৬*; আকাশ দ্বীপ ১০-৪-৩৪-২, অশ্বিন ৯-০-২২-১।