মালয়েশিয়াকে উড়িয়ে দিয়ে নারী এশিয়া কাপের সেমিতে বাংলাদেশ
মালয়েশিয়াকে উড়িয়ে দিয়ে নারী এশিয়া কাপের সেমিতে বাংলাদেশ
মালয়েশিয়াকে উড়িয়ে দিয়ে নারী এশিয়া কাপের সেমিতে বাংলাদেশ
মালয়েশিয়াকে ১১৪ রানের বিশাল ব্যবধানে হারিয়ে নারী এশিয়া কাপের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। সেমিফাইনালে টাইগ্রেসদের প্রতিপক্ষ ভারত।
বুধবার ডাম্বুলায় টস জিতে আগে ব্যাট করে বাংলাদেশ নির্ধারিত ২০ ওভারে ২ উইকেট হারিয়ে ১৯১ রান সংগ্রহ করে। জবাব দিতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে মাত্র ৭৭ রান করতে পারে মালয়েশিয়া। ফলে ১১৪ রানের জয়ের সাথে সেমিফাইনাল নিশ্চিত হয় নারী ক্রিকেটারদের।
আগে ব্যাট করতে নেমে ইনিংসের শুরু থেকেই প্রতিপক্ষের বোলারদের উপর চড়াও হয়ে ঝড়ো ব্যাটিং করতে থাকেন দুই ওপেনার মুর্শিদা খাতুন ও দিলারা আক্তার। উদ্বোধনী জুটিতে ৭.৪ ওভারে তারা ৬৫ রান করেন। ২০ বলে ৩৩ রান করে আউট হন দিলারা আক্তার।
আরেক ওপেনার মুর্শিদা খাতুন ৫৯ বলে ১০টি চার আর এক ছক্কার সাহায্যে ৮০ রান করে আউট হন। ৩৭ বলে ৫টি চার আর দুটি ছক্কার সাহায্যে ৬২ রানের ঝড়ো ইনিংস খেলে অপরাজিত থাকেন অধিনায়ক নিগার সুলতানা। নিগারের সাথে মুর্শিদার জুটি ছিলো ৮৯ রানের। এতেই ১৯১ রানের বড় সংগ্রহ পেয়ে যায় বাংলাদেশ।
১৯২ রানের বিশাল টার্গেট তাড়া করতে নেমে বাংলাদেশের বোলারদের কাছে পাত্তাই পায়নি মালয়েশিয়া। শুরু থেকেই একের পর এক উইকেট হারাতে থাকে তারা। দলের হয়ে সর্বোচ্চ ২০ রান করেন এলসা হান্টার। এছাড়া ১৫ রান করেন মাহিরাহ ইজ্জাতি ইসমাইল। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ৭৭ রানে থামে মালয়েশিয়া।
বাংলাদেশ নারী দলের হয়ে ২ উইকেট নেন নাহিদা আক্তার। একটি করে উইকেট নেন জাহানারা আলম, রাবেয়া খান, রিতু মনি, স্বর্ণা আক্তার ও সাবিকুন নাহার জেসমিন।