অস্ট্রেলিয়ার বিপক্ষে হেরে বিদায়ের শঙ্কায় ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ড
অস্ট্রেলিয়ার বিপক্ষে হেরে বিদায়ের শঙ্কায় ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ড
অস্ট্রেলিয়ার বিপক্ষে হেরে বিদায়ের শঙ্কায় ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ড
অস্ট্রেলিয়ার বিপক্ষে হেরে চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে বিদায়ের শঙ্কায় পড়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড। প্রথম ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ায় স্কটল্যান্ডের কাছে পয়েন্ট হারায় জস বাটলারের দল। আর এবার অস্ট্রেলিয়ার কাছে হেরে সুপার এইটে যাবার ঝুঁকি বাড়িয়েছে ইংলিশরা।
চলতি বিশ্বকাপে দাপট দেখাচ্ছিলো বোলাররা। টুর্নামেন্টে এই প্রথম অজি ব্যাটাররা দাপট দেখিয়ে ২০০ রান পার করেছে। বার্বাডোজে টসে জিতে অন্যদের মত প্রথমে বোলিং বেছে নেন ইংলিশ অধিনায়ক জস বাটলার। তার সিদ্ধান্ত যে ভুল সেটা প্রমান করতে শুরু থেকেই চার ছক্কার ফুলঝুরি সাজিয়েছেন দুই অজি ওপেনার।
বার্বাডোজের ব্রিজটাউনে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়াকে উড়ন্ত সূচনা এনে দেন ডেভিড ওয়ার্নার আর ট্রাভিস হেড। ৫ ওভারেই তারা সংগ্রহ করে ফেলে ৭০ রান। মার্ক উডের ১ ওভারেই ডেভিড ওয়ার্নার নিয়েছেন ২২ রান।
অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ ৩৯ রান করে মইন আলির বলে আউট হন তিনি। পরের ওভারে হেডকে বোল্ড করেন জফরা আর্চার। শেষদিকে মার্কাস স্টয়নিসের মারকুটে ব্যাটিংয়ে দুইশ'র ঘরে পৌঁছে যায় অস্ট্রেলিয়া। স্টয়নিস ১৭ বলে ২ টি করে চার-ছক্কায় করেন ৩০ রান ।
ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ ২ টি উইকেট পান ক্রিস জর্ডান। একটি করে উইকেট নেন মইন আলি, জফরা আর্চার, আদিল রশিদ এবং লিয়াম লিভিংস্টোন।
২০১ রানের পাহাড় তাড়া করতে নেমে দলকে ভালো শুরু এনে দেন দুই ইংলিশ ওপেনার ফিল সল্ট ও জস বাটলার। দলীয় ৭৩ রানে অ্যাডাম জাম্পার বলে ফিল সল্ট আউট হলে ভাঙে ওপেনিং জুটি। তিনি করেন ২৩ বলে ৩৭ রান।
জস বাটলার আউট হয়ে যান ২৮ বলে ৪২ রান করে। এরপরের ব্যাটাররা তেমন সুবিধা করতে পারেননি। মইন আলি ১৫ বলে ২৫ আর হ্যারি ব্রুক ১৬ বলে করেন অপরাজিত ২০ রান। তাতে শুধু হারের ব্যাবধান ই কমেছে, জয়ের কাছে পৌছাতে পারেনি। ইংল্যান্ডের ইনিংস থামে ৬ উইকেটে ১৬৫ রানে। ফলে ৩৮ রানের জয় পায় অস্ট্রেলিয়া।
অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স আর অ্যাডাম জাম্পা দুটি করে উইকেট নেন। জশ হ্যাজেলউড ও স্টয়নিস নেন ১ টি করে উইকেট। ম্যাচ সেরা হন অ্যাডাম জাম্পা।
২ ম্যাচের ২ টি তে জিতে ৪ পয়েন্ট নিয়ে অস্ট্রেলিয়া আছে 'বি' গ্রুপের পয়েন্ট টেবিলের শীর্ষে। অন্যদিকে ১ ড্র ও ১ হারে ১ পয়েন্ট নিয়ে ইংল্যান্ডের অবস্থান ৪ নাম্বারে।