ওভাল টেস্টে ৩য় দিন শেষেই জয়ের সুবাস পাচ্ছে শ্রীলঙ্কা
ওভাল টেস্টে ৩য় দিন শেষেই জয়ের সুবাস পাচ্ছে শ্রীলঙ্কা
ওভাল টেস্টে ৩য় দিন শেষেই জয়ের সুবাস পাচ্ছে শ্রীলঙ্কা
ওভাল টেস্টে তৃতীয় দিন শেষে ইংল্যান্ডের বিপক্ষে জয়ের সুবাস পাচ্ছে শ্রীলঙ্কা। কাঙ্ক্ষিত জয় থেকে আর মাত্র ১২৫ রান দূরে লঙ্কানরা। চতুর্থ দিনে ব্যাটিংয়ে নেমে হাতে থাকা ৯ উইকেটে লঙ্কানদের করতে হবে ১২৫ রান। তাহলেই ১০ বছর পর ইংলিশদের বিপক্ষে জিততে পারবে শ্রীলঙ্কা।
৫ উইকেটে ২১১ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করে শ্রীলঙ্কা।শুরুতেই ধনঞ্জয়া ডি সিলভা আউট হলে কামিন্দু মেন্ডিসের সাথে ১২৭ রানের জুটি ভাঙে। স্কোরকার্ডে ১৩ রান যোগ করতে আউট হয়ে যান কামিন্দু মেন্ডিসও৷ তিনি করেন ৯১ বলে ৬৪ রান।
তারপরে আর কেউ উইকেটে বেশীক্ষন টিকে থাকতে পারেনি। তৃতীয় দিন মাত্র ৫২ রান যোগ করতেই, ২৬৩ রানে অলআউট হয়ে যায় শ্রীলঙ্কা। ফলে প্রথম ইনিংসেই ইংল্যান্ডের চেয়ে ৬২ রানে পিছিয়ে পড়ে শ্রীলঙ্কা
দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরুতেই ৭ রানে ফিরে যান ইংলিশ ওপেনার বেন ডাকেট। অধিনায়ক ওলি পোপ ও করেন ৭ রান। ড্যান লরেন্স আউন হন ৩৫ রান করে। তারপর লঙ্কান পেসারদের তোপে একের পর এক উইকেট হারাতে থাকে ইংল্যান্ড ।
এক পর্যায়ে মাত্র ৮২ রানেই ৭ উইকেট হারিয়ে ফেলে ইংলিশরা। দলের হাল ধরার চেষ্টা করেন জেমি স্মিথ। তবে তাকেও থামতে হয় ৬৭ রানে। দ্বিতীয় ইনিংসে মাত্র ১৫৬ রানেই অলআউট হয়ে যায় ইংল্যান্ড। ইংলিশদের ১০ টি উইকেট ই নেয় লঙ্কান ৪ পেসার।
জয়ের জন্য দ্বিতীয় ইনিংসে শ্রীলঙ্কার সামনে লক্ষ্য দাড়ায় ২১৯ রানের। শুরুতে ৮ রানে দিমুথ করুনারত্নে আউট হলেও অপরাজিত থেকে দিন শেষ করেছেন পাথুম নিসাঙ্কা ও কুশল মেন্ডিস। তৃতীয় দিন শেষে ১ উইকেট হারিয়ে ৯৪ রান সংগ্রহ করেছে শ্রীলঙ্কা। জিততে হলে করতে হবে আরো ১২৫ রান। নিসাঙ্কা অপরাজিত আছেন ৫৩ ও কুশল মেন্ডিস অপরাজিত আছেন ৩০ রানে।