Image

অস্ট্রেলিয়ায় টেরিটরি টি-টোয়েন্টি টুর্নামেন্টে খেলবে বাংলাদেশ এইচপি দল

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 4 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
অস্ট্রেলিয়ায় টেরিটরি টি-টোয়েন্টি টুর্নামেন্টে খেলবে বাংলাদেশ এইচপি দল

অস্ট্রেলিয়ায় টেরিটরি টি-টোয়েন্টি টুর্নামেন্টে খেলবে বাংলাদেশ এইচপি দল

অস্ট্রেলিয়ায় টেরিটরি টি-টোয়েন্টি টুর্নামেন্টে খেলবে বাংলাদেশ এইচপি দল

অস্ট্রেলিয়ার নর্দার্ন টেরিটরি টি-টোয়েন্টি টুর্নামেন্টে অংশ নেবে বাংলাদেশের হাইপারফরম্যান্স বা এইচপি দল। টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে আগস্ট মাসে। এখানে অংশগ্রহণ করবে বাংলাদেশ ও পাকিস্তান সহ মোট ৯ দল। বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে   টেরিটরি টি-টোয়েন্টি টুর্নামেন্টের সময়সূচি প্রকাশ করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া।

স্থানীয় সাতটি দলের সঙ্গে এখানে অংশ নেবে বাংলাদেশের এইচপি ও পাকিস্তানের শাহীনস, বিগ ব্যাশের পার্থ স্কর্চার্স, এবং অ্যাডিলেড স্ট্রাইকার্স। গতবছর ৬ টি দল অংশগ্রহণ করলেও এবছর তা বাড়িয়ে করা হয় ৯ টি।

বিসিবির হাইপারফরম্যান্স বিভাগের প্রধান নাইমুর রহমান বলেছেন, ‘আমরা নর্দার্ন টেরিটরি ক্রিকেট এবং ক্রিকেট অস্ট্রেলিয়াকে আন্তরিক ধন্যবাদ জানাই বিসিবির এইচপি দলকে মর্যাদাপূর্ণ টপ এন্ড সিরিজে খেলার আমন্ত্রণ জানানোয়। এ সুযোগ নিঃসন্দেশে আমাদের খেলোয়াড়দের অমূল্য অভিজ্ঞতা দেবে। উচ্চমানের একটি প্রতিযোগিতায় খেলার অভিজ্ঞতাও পাবে দলটি।’

নর্দার্ন টেরিটরির  টি-টোয়েন্টি টুর্নামেন্ট ছাড়াও পাকিস্তানের দলটির সঙ্গে দুটি চার দিনের ম্যাচ এবং দুটি ৫০ ওভারের ম্যাচও খেলবে বাংলাদেশের এইচপি দল।

বাংলাদেশ এইচপি দল মেলবোর্ন রেনেগেডসের মুখোমুখি হবে ১১ আগষ্ট। ১২ আগস্ট তাসমানিয়া ও ১৪ আগস্ট খেলবে অ্যাডিলেডের বিপক্ষে । ১৫ আগস্ট এসিসি কমেটস ১৬ আগস্ট পাকিস্তান শাহীনস, ১৭ আগস্ট পার্থ স্কর্চার্সের বিপক্ষে ম্যাচ খেলবে বাংলাদেশ এইচপি দল।

Details Bottom