অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা, নেতৃত্বে তামিম

৯৭ প্রতিবেদক: নাজিফা তাসনিম

প্রকাশ: 2 ঘন্টা আগে আপডেট: 1 সেকেন্ড আগে
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা, নেতৃত্বে তামিম

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা, নেতৃত্বে তামিম

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা, নেতৃত্বে তামিম

জিম্বাবুয়ে ও নামিবিয়ায় অনুষ্ঠেয় আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপকে সামনে রেখে চূড়ান্ত প্রস্তুতিতে বাংলাদেশ। বৈশ্বিক এই আসরে অংশ নিতে ১৫ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি), যেখানে নেতৃত্বের ভার তুলে দেওয়া হয়েছে আজিজুল হাকিম তামিমের কাঁধে।

যুব টাইগারদের সহ-অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন জাওয়াদ আবরার। তরুণ এই দুই ক্রিকেটারের নেতৃত্বেই বিশ্বকাপের মঞ্চে নিজেদের সামর্থ্য প্রমাণের লক্ষ্য বাংলাদেশের।

আগামী রোববার (৪ জানুয়ারি) রাতে বিশ্বকাপ মিশনের উদ্দেশ্যে ঢাকা ছাড়বে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। চূড়ান্ত স্কোয়াডের বাইরে সম্ভাবনাময় আরও সাতজন ক্রিকেটারকে স্ট্যান্ডবাই হিসেবে রাখা হয়েছে, যারা প্রয়োজনে মূল দলে যুক্ত হতে পারবেন।

বাংলাদেশ দল:

আজিজুল হাকিম তামিম (অধিনায়ক), জাওয়াদ আবরার (সহ-অধিনায়ক), সামিউন বাসির রাতুল, শেখ পারভেজ জীবন, রিজান হোসেন, শাহরিয়া আল আমিন, স্বাধীন ইসলাম, মো. আব্দুল্লাহ, ফরিদ হাসান ফয়সাল, কালাম সিদ্দিকী এলিন, রিফাত বেগ, সাদ ইসলাম রাজিন, আল ফাহাদ, শাহরিয়ার আহমেদ ও ইকবাল হোসেন ইমন।

স্ট্যান্ডবাই তালিকায় রাখা হয়েছে:

আব্দুর রহিম, দেবাশীষ সরকার দেবা, রাফি উজ্জামান রাফি, ফারহান শাহরিয়ার, ফারজান আহমেদ আলিফ, সানজিদ মজুমদার এবং মো. সবুজকে।