টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে শ্রীলঙ্কার বোলিং পরামর্শক লাসিথ মালিঙ্গা

৯৭ প্রতিবেদক: নাজিফা তাসনিম

প্রকাশ: 2 ঘন্টা আগে আপডেট: 1 সেকেন্ড আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে শ্রীলঙ্কার বোলিং পরামর্শক লাসিথ মালিঙ্গা

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে শ্রীলঙ্কার বোলিং পরামর্শক লাসিথ মালিঙ্গা

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে শ্রীলঙ্কার বোলিং পরামর্শক লাসিথ মালিঙ্গা

আসন্ন আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে সাবেক তারকা পেসার লাসিথ মালিঙ্গাকে স্বল্পমেয়াদি ফাস্ট বোলিং পরামর্শক হিসেবে নিয়োগ দিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)।

আগামী ১৫ ডিসেম্বর ২০২৫ থেকে ২৫ জানুয়ারি ২০২৬ পর্যন্ত জাতীয় দলের ফাস্ট বোলারদের সঙ্গে কাজ করবেন মালিঙ্গা। ফেব্রুয়ারিতে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবেই এই সিদ্ধান্ত নিয়েছে এসএলসি। ভারতকে সঙ্গে নিয়ে এবারের বিশ্বকাপের সহ-আয়োজক শ্রীলঙ্কা। এর আগে ২০১২ সালে টুর্নামেন্টটির আয়োজক ছিল তারা।

বিশ্বকাপকে সামনে রেখে জাতীয় দলের পেস বোলারদের প্রস্তুত করাই মালিঙ্গার মূল দায়িত্ব। বিশেষ করে টি-টোয়েন্টি ফরম্যাটে ডেথ ওভারে বোলিংয়ে তার অভিজ্ঞতা কাজে লাগাতে চায় শ্রীলঙ্কা ক্রিকেট।

এক বিবৃতিতে এসএলসি জানায়, “স্বল্প সংস্করণে, বিশেষ করে ডেথ বোলিংয়ে লাসিথ মালিঙ্গার ব্যাপক আন্তর্জাতিক অভিজ্ঞতা ও দক্ষতাকে কাজে লাগিয়ে আসন্ন বিশ্বকাপের জন্য শ্রীলঙ্কার প্রস্তুতি আরও শক্তিশালী করাই আমাদের লক্ষ্য।”

সাদা বলের ক্রিকেটে নিজের সময়ের অন্যতম সেরা বোলার হিসেবে পরিচিত মালিঙ্গা আন্তর্জাতিক ক্রিকেটে পাঁচ শতাধিক উইকেট শিকার করেছেন। ২০১৪ সালে বাংলাদেশের মাটিতে শ্রীলঙ্কার একমাত্র টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের অধিনায়ক ছিলেন তিনি। এছাড়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) মুম্বাই ইন্ডিয়ান্সের একাধিক শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন মালিঙ্গা।

বিশ্বকাপে নিজেদের অভিযান শুরু করবে শ্রীলঙ্কা দ্বিতীয় দিনেই। কলম্বোয় আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে তারা। গ্রুপ পর্বে তাদের অন্য প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, জিম্বাবুয়ে ও ওমান।