অলরাউন্ডার র‍্যাংকিংয়ে শীর্ষে স্টয়নিস, সাকিবের ২ ধাপ উন্নতি

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 2 সপ্তাহ আগে আপডেট: 1 সেকেন্ড আগে
অলরাউন্ডার র‍্যাংকিংয়ে শীর্ষে স্টয়নিস, সাকিবের ২ ধাপ উন্নতি

অলরাউন্ডার র‍্যাংকিংয়ে শীর্ষে স্টয়নিস, সাকিবের ২ ধাপ উন্নতি

অলরাউন্ডার র‍্যাংকিংয়ে শীর্ষে স্টয়নিস, সাকিবের ২ ধাপ উন্নতি

আইসিসি র‍্যাংকিংয়ের সর্বশেষ হালনাগাদে টি-টোয়েন্টি অলরাউন্ডারদের তালিকায় শীর্ষে উঠেছিলেন আফগানিস্তানের মোহাম্মদ নবি। তবে শীর্ষে বেশিদিন থাকা হলনা তাঁর। টি-টোয়েন্টি বিশ্বকাপে দাপুটে পারফরম্যান্স করতে থাকা অস্ট্রেলিয়ার মার্কাস স্টয়নিস এখন সবার উপরে, উন্নতি হয়েছে বাংলাদেশ অলরাউন্ডার সাকিব আল হাসানের। 

আইসিসির সর্বশেষ হালনাগাদে টি-টোয়েন্টির শীর্ষ অলরাউন্ডার এখন মার্কাস স্টয়নিস। ব্যাট হাতে ৩ ম্যাচে দারুণ অবদান রাখা স্টয়নিস অজিদের পক্ষে বিশ্বকাপে নিয়েছেন ৬ উইকেট। তাঁর অলরাউন্ড নৈপুণ্যে ভর করে অস্ট্রেলিয়া কোন ম্যাচ না হেরেই উঠেছে সুপার এইটে। 

এর আগে ২ নম্বরে থাকা স্টয়নিস ২৩১ রেটিং পয়েন্ট নিয়ে এখন ১ নম্বরে। শীর্ষস্থান থেকে ৩ ধাপ নিচে নেমে ৪ নম্বরে আছেন আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবি (২১৩)। 

১ ধাপ এগিয়ে ২ নম্বরে উঠেছেন শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গা। ২ ধাপ এগিয়ে ৫ থেকে ৩ নম্বরে উঠেছেন সাকিব আল হাসান। 

নেপালের দীপেন্দ্র সিং আইরি ৩ ধাপ এগিয়ে ৬ নম্বরে উঠে এসেছেন। ভারতের হার্দিক পান্ডিয়া ১ ধাপ এগিয়ে আছেন ৭ নম্বরে। 

 

টি-টোয়েন্টি অলরাউন্ডারের তালিকা (সেরা ৫)- 

১. মার্কাস স্টয়নিস (অস্ট্রেলিয়া)- ২৩১
২. ওয়ানিন্দু হাসারাঙ্গা (শ্রীলঙ্কা)- ২২২
৩. সাকিব আল হাসান (বাংলাদেশ)- ২১৮
৪. মোহাম্মদ নবি (আফগানিস্তান)- ২১৩
৫. সিকান্দার রাজা (জিম্বাবুয়ে)- ২১০।