Image

উইমেন্স আইপিএলের মিনি নিলাম ডিসেম্বরে

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 1 সপ্তাহ আগেআপডেট: 1 সেকেন্ড আগে
উইমেন্স আইপিএলের মিনি নিলাম ডিসেম্বরে

উইমেন্স আইপিএলের মিনি নিলাম ডিসেম্বরে

উইমেন্স আইপিএলের মিনি নিলাম ডিসেম্বরে

আইপিএলের মেগা নিলাম শেষ। এবার কাউন্টডাউন শুরু নারীদের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের নিলামের। ২০২৫ উইমেন্স প্রিমিয়ার লিগের মিনি নিলাম আগামী ১৫ ডিসেম্বর ব্যাঙ্গালোরোতে অনুষ্ঠিত হবে। পাঁচ ফ্র্যাঞ্চাইজির প্রতিটির মোট বাজেট ১৫ কোটি ভারতীয় রুপি।

আগামী ১৫ ডিসেম্বর বসবে উইমেন্স প্রিমিয়ার লিগের মিনি নিলাম। এবছর ডব্লিউপিএলের ক্রিকেটার কেনা-বেচার আসর বসবে ব্যাঙ্গালোরোতে। স্কোয়াড তৈরি করতে পাঁচ ফ্র্যাঞ্চাইজির বাজেট নির্ধারণ করা হয়েছে ১৫ কোটি ভারতীয় রুপি করে। যা গত বছরের ১৩.৫ কোটি থেকে বেশি। এবার বাজেট বাড়ানো হয়েছে দেড় কোটি।

পাঁচটি ফ্র্যাঞ্চাইজ়ি তাদের ছেড়ে দেওয়া প্লেয়ারদের তালিকায় ঘোষণা করে দিয়েছে। ৫ দল ধরে রাখল ২৫ বিদেশি-সহ ৭১ ক্রিকেটারকে। এবার তাদের বাকি স্কোয়াড তৈরির পালা। প্রতিটা দল মোট ১৫ কোটি রুপি খরচ করতে পারবে। পাঁচ দলের টুর্নামেন্টের তৃতীয় সংস্করণটি ফেব্রুয়ারী-মার্চ মাসে মাঠে গড়াবে। 

এবছর উইমেন্স প্রিমিয়র লিগের মিনি নিলামে অংশ নেবেন ইংল্যান্ডের ক্যাপ্টেন হেথার নাইট, নিউজিল্যান্ডের পেসার লি তাহুহু, ক্যারিবিয়ান অলরাউন্ডার দিয়েন্দ্রা ডটিন। ভারতীয় তারকাদের মধ্যে বড় অংকে দল পেতে পারেন অলরাউন্ডার স্নেহ রানা, লেগস্পিনার পুণম যাদব, আগ্রাসী ব্যাটার বেদা কৃষ্ণমূর্তী।

Details Bottom
Details ad One
Details Two
Details Three