Image

দুই ভাই মিলে প্রথমবারের মতো হারিয়ে দিল দক্ষিণ আফ্রিকাকে

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 1 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
দুই ভাই মিলে প্রথমবারের মতো হারিয়ে দিল দক্ষিণ আফ্রিকাকে

দুই ভাই মিলে প্রথমবারের মতো হারিয়ে দিল দক্ষিণ আফ্রিকাকে

দুই ভাই মিলে প্রথমবারের মতো হারিয়ে দিল দক্ষিণ আফ্রিকাকে

দুই অ্যাডায়ারের ব্যাটে আবু ধাবিতে আয়ারল্যান্ড লিখল ইতিহাস! আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথমবারের মতো দক্ষিণ আফ্রিকাকে হারানোর স্বাদ পেল আইরিশরা। ফলে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শেষ হলো সমতায়, ট্রফি ভাগ করে নিল দুই দল।

সিরিজের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকা পেয়েছিল ৮ উইকেটের বড় জয়। সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচে অবশ্য ১০ রানের রোমাঞ্চকর জয় পেয়ে যায় আইরিশরা। ব্যাট হাতে সেঞ্চুরি হাঁকিয়ে আয়ারল্যান্ডের সংগ্রহ ১৯৫'তে পৌঁছে দেন রস অ্যাডায়ার। এরপর বল হাতে ৪ উইকেট শিকার করে দলের জয়ে অবদান রাখেন মার্ক অ্যাডায়ার। ১৯ তম ওভারে কেবল ৫ রান খরচায় ৩ উইকেট নিয়ে ম্যাচ জয়ের পথ সহজ করে দেন মার্ক অ্যাডায়ার। 

টসে হেরে আগে ব্যাট করতে নামা আয়ারল্যান্ড অবশ্য দুই ওপেনারের ব্যাটে পায় উড়ন্ত শুরু। অধিনায়ক পল স্টার্লিং আর রস অ্যাডায়ারের ওপেনিং জুটিতেই স্কোরবোর্ডে যোগ হয় ১৩৭ রান। ফিফটি হাঁকিয়ে ব্যক্তিগত ৫২ রানে উইকেট হারান স্টার্লিং। তিনে নামা হ্যারি টেক্টর ৫ রানের বেশি করতে পারেননি। 

তবে ব্যাট হাতে দাপট চলতেই থাকে রস অ্যাডায়ারের। দারুণ সব স্ট্রোক্সে ৩২ বলে পঞ্চাশ করা অ্যাডায়ার সেঞ্চুরি পেয়েছেন ৫৭ বল খেলে। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এটিই অ্যাডায়ারের প্রথম শতক। তবে এর পরের বলেই তাকে ফিরে যেতে হয় প্যাভিলিয়নে। শেষ পর্যন্ত ৬ উইকেট হারিয়ে ২০ ওভারে আয়ারল্যান্ড পায় ১৯৫ রানের সংগ্রহ। 

লক্ষ্য তাড়ায় নেমে দক্ষিণ আফ্রিকার শুরুটাও হয় দারুণ। ওপেনিং জুটিতে ৫০ রান, পরের জুটিতে ৭১। রায়ান রিকেল্টন ৩৬ রানে আউট হলেও আরেক ওপেনার রেজা হেনড্রিক্স পান ফিফটির দেখা। তিনে নামা ম্যাথু ব্রিটজকেও করেছেন হেনড্রিক্সের সমান ৫১ রান। এরপর অবশ্য আর কেউ দুই অংকের ঘরেই পৌঁছাতে পারেননি। 

উইকেটের মিছিলে থমকে যায় দক্ষিণ আফ্রিকার রানের চাকা। শেষ পর্যন্ত ৯ উইকেট হারিয়ে দক্ষিণ আফ্রিকা করতে পারে ১৮৫। আর তাতেই আয়ারল্যান্ডের ইতিহাস গড়া ১০ রানের জয় নিশ্চিত। শেষ দুই ওভারে ম্যাচ জিততে প্রোটীয়াদের দরকার ছিল ২৩ রান। ১৯তম ওভারে ৩ উইকেট শিকার করে আয়ারল্যান্ডকে জিতিয়ে দেওয়ার কাজটা করে ফেলেন মার্ক অ্যাডায়ার।  

Details Bottom
Details ad One
Details Two
Details Three