Image

বাংলাদেশের বিপক্ষে ভারতের একাদশ সাজালেন ব্র্যাড হগ, নেই আক্সার-রাহুল

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 4 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
বাংলাদেশের বিপক্ষে ভারতের একাদশ সাজালেন ব্র্যাড হগ, নেই আক্সার-রাহুল

বাংলাদেশের বিপক্ষে ভারতের একাদশ সাজালেন ব্র্যাড হগ, নেই আক্সার-রাহুল

বাংলাদেশের বিপক্ষে ভারতের একাদশ সাজালেন ব্র্যাড হগ, নেই আক্সার-রাহুল

চলতি মাসের শেষভাগে বাংলাদেশের বিপক্ষে ঘরের মাঠে দুইটি টেস্ট খেলবে ভারত। যা আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। ১৯ সেপ্টেম্বর চেন্নাইয়ের এমএ চিদাম্বরাম স্টেডিয়ামে শুরু হবে প্রথম টেস্ট, কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামে ২৭ সেপ্টেম্বর শুরু হবে ২য় টেস্ট। 

দুই টেস্ট সামনে রেখে ৮ সেপ্টেম্বর ১৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বিসিসিআই (দ্য বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া)। প্রথম টেস্টের স্কোয়াড থেকে নিজের পছন্দের একাদশ সাজিয়েছেন সাবেক অজি স্পিনার ব্র্যাড হগ। 

নিজের ইউটিউব চ্যানেলে ব্র্যাড হগ বলেন, 'আমি বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টে ভারতের যে একাদশ দেখতে চাই- জয়সাওয়াল ও রোহিত ওপেন করবে, তিনে গিল, চারে কোহলি। জাদেজা ৫ নম্বরে নামবে ডান-বাম কম্বিনেশন ঠিক রাখতে। সরফরাজ খান, পান্ট এর পর বোলাররা। বোলিংয়ে অশ্বিন, কুলদ্বীপ, সিরাজ ও বুমরাহ।' 

ব্র্যাড হগের মতে তিনি যে একাদশ বাছাই করেছেন তা অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজেও আদর্শ হবে। 

'এই দল অস্ট্রেলিয়ার বিপক্ষেও ভালো করবে। অস্ট্রেলিয়ার জন্য এখন থেকেই প্রস্তুত হতে হবে তাঁদের। আমার সেরা একাদশে লোকেশ রাহুল ও আক্সার প্যাটেল নেই।' 

প্রথম টেস্টে ভারতের স্কোয়াড-

রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সাওয়াল, শুবমান গিল, ভিরাট কোহলি, লোকেশ রাহুল, সরফরাজ খান, রিশাব পান্ট (উইকেটকিপার), ধ্রুব জুরেল (উইকেটকিপার), রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, আক্সার প্যাটেল, কুলদ্বীপ যাদব, মোহাম্মদ সিরাজ, আকাশ দ্বীপ, জাসপ্রীত বুমরাহ ও ইয়াশ দয়াল। 

Details Bottom
Details ad One
Details Two
Details Three