নিউইয়র্কের বিশ্বকাপ ভেন্যুতে পুলিশ স্না'ইপার মোতায়েন
- 1
অ্যান্টিগায় প্রথম দিনে বাংলাদেশি বোলারদের শিকার ৫ উইকেট
- 2
ঢাকা লিগে ৮ ক্রিকেটারসহ ৯ জনকে নি'ষিদ্ধ করল বিসিবি
- 3
টি-টোয়েন্টিতে হ্যাটট্রিক সেঞ্চুরি করে তিলক বার্মার বিশ্বরেকর্ড
- 4
জমকালো আয়োজনে উন্মোচিত হল এনসিএল টি-টোয়েন্টির লোগো, দেখা যাবে সরাসরি
- 5
শুরুর ১৫ মিনিটেই হাসান মাহমুদের দুই উইকেট, এরপর বিবর্ণ বাংলাদেশ
নিউইয়র্কের বিশ্বকাপ ভেন্যুতে পুলিশ স্না'ইপার মোতায়েন
নিউইয়র্কের বিশ্বকাপ ভেন্যুতে পুলিশ স্না'ইপার মোতায়েন
এই প্রথমবারের মতো ক্রিকেট বিশ্বকাপ নিউইয়র্কে এসেছে। ক্রিকেটার ও ভক্ত-সমর্থকদের সর্বোচ্চ নিরাপত্তা দিতে নিউইয়র্কের নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নিরাপত্তা জোরদার করা হয়েছে। পুলিশ স্টেডিয়াম এলাকার চারপাশে স্নাইপার নিয়ে অবস্থান করছে।
নাসাউ কাউন্টি পুলিশ বিভাগ লং আইল্যান্ডের মাঠে ৩-১২ জুনের মধ্যে অনুষ্ঠিত ম্যাচগুলোতে কোনো অনাকাঙ্খিত ঘটনা ছাড়াই শেষ হওয়ার বিষয়টি নিশ্চিত করতে বিশাল অভিযান পরিচালনা করছে, বিবিসি এমনটাই জানিয়েছে।
আইএস-পন্থী গোষ্ঠীর নাশকতা ঠেকাতে নিরাপত্তা ব্যবস্থায় রাখা হয়েছে বিশেষজ্ঞ স্নাইপার সহ সোয়াট টিম। সাধারণ পোশাকের পুলিশ অফিসাররাও মাঠের অভ্যন্তরে কাজ করবেন। চারটি ড্রপ-ইন পিচ মাদকদ্রব্য বিভাগের অফিসারদের দ্বারা পর্যবেক্ষণ করা হচ্ছে, যারা তাদের নিয়মিত দায়িত্ব থেকে অব্যাহতি পেয়েছে বিশ্বকাপ ইস্যুতে।
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) বিবিসি স্পোর্টকে এক বিবৃতিতে বলেছে, 'ইভেন্টে প্রত্যেকের নিরাপত্তা নিশ্চিত এবং নিরাপত্তা আমাদের এক নম্বর অগ্রাধিকার। আমাদের কাছে একটি শক্তিশালী নিরাপত্তা পরিকল্পনা রয়েছে।'
৩৬ হাজার ধারণক্ষমতার স্টেডিয়ামটি অবশ্য বিশ্বকাপের পরে ভেঙে ফেলা হবে, ৯ জুন ভারত-পাকিস্তানের মেগা ইভেন্ট সহ মোট আটটি খেলা এখানে অনুষ্ঠিত হবে।