Image

টি-টোয়েন্টি বিশ্বকাপের দূত হলেন যুবরাজ সিং

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 7 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপের দূত হলেন যুবরাজ সিং

টি-টোয়েন্টি বিশ্বকাপের দূত হলেন যুবরাজ সিং

টি-টোয়েন্টি বিশ্বকাপের দূত হলেন যুবরাজ সিং

টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ উপলক্ষ্যে আরও একজন ব্র‍্যান্ড অ্যাম্বাসেডরের নাম ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। ভারতের সাবেক ক্রিকেটার যুবরাজ সিং এই নতুন তালিকায় যুক্ত হয়েছেন। যেখানে এর আগে ক্রিস গেইল ও উসাইন বোল্ট যুক্ত হয়েছেন। ভারতের হয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছেন যুবরাজ, ছয় বলে ছক্কার কীর্তি আছে তার এই টুর্নামেন্টে।

যুবরাজের দৃষ্টিনন্দন ব্যাটিং এখনো চোখে ভাসার কথা ক্রিকেট দর্শকদের। বাঁহাতি এই ব্যাটার ভারতের হয়ে যখন ক্রিজে থাকতেন, দারুণ সব চার-ছক্কায় প্রতিপক্ষের দুয়ার ভেদ করে যেতে চাইতেন।

মনে থাকার কথা, ২০০৭ বিশ্বকাপ চলাকালীন সময়ে যুবরাজের কীর্তি। সেবার ভারত জিতেছিল টি-টোয়েন্টি টুর্নামেন্টের এই বিশ্ব আসর। প্রথমবারের অনুষ্ঠিত হয়েছি বিশ ওভারের বিশ্বকাপ।

ইংল্যান্ডের বিপক্ষে সুপার এইটের ম্যাচের কথা। অ্যান্ড্রু ফ্লিনটফের সাথে কিছুটা উত্তপ্ত বাক্য বিনিময় হয় যুবরাজের। তখন তিনি ব্যাটিং করছিলেন। এই বাক্য বিনিময়ের পরের ওভার করতে আসেন স্টুয়ার্ড ব্রড। ব্রডের ৬ টি বল হাওয়ায় ভাসিয়ে বাউন্ডারির বাইরে নিয়ে ফেলেছেন তখনকার সেই বাঁহাতি ব্যাটার, যুবরাজ। মাত্র ১২ বলে পেয়ে যান হাফ সেঞ্চুরির দেখা।

যুবরাজ মানেই তাই স্মৃতির পাতায় এই দৃশ্যপট। টি-টোয়েন্টি বিশ্বকাপের অ্যাম্বাসেডর নিযুক্ত হওয়ার পর অনুভূতি ব্যক্ত করেন, “টি-টোয়েন্টি বিশ্বকাপেই আমার কিছু দারুণ ক্রিকেটীয় মুহূর্ত পেয়েছি। যেখানে এক ওভারে ছয় ছক্কা হাঁকানোর ঘটনাও ছিল। আমি বেশ আনন্দিত নতুন আসরে অংশ হতে পারে, যা অনেক বড় এক আসরে পরিণত হওয়ার অপেক্ষায় আছে।”

টি-টোয়েন্টি ক্রিকেটের এই বিশ্ব আসর আগামী ২ জুন থেকে শুরু হচ্ছে। যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের আয়োজনে মোট ৫৫ টি ম্যাচ অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্টে।
 

Details Bottom
Details ad One
Details Two
Details Three