আইপিএলকে 'না' বলার কারণ জানালেন অ্যাডাম জাম্পা
আইপিএলকে 'না' বলার কারণ জানালেন অ্যাডাম জাম্পা
আইপিএলকে 'না' বলার কারণ জানালেন অ্যাডাম জাম্পা
অস্ট্রেলিয়ান লেগ স্পিনার অ্যাডাম জাম্পা চলতি আইপিএল থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন। খবরটা পুরোনো। তবে কী কারণ ছিল এর পেছনে তা সম্প্রতি জানা গেছে জাম্পার মুখ থেকেই। এই লেগি নিজের শারীরিক ও মানসিক স্বাস্থ্যকে গুরুত্ব দিয়েছেন। যেখানে বিশ্বকাপের ম্যাচ'সহ ২০২৩ সালে লম্বা একটা সূচি ছিল অস্ট্রেলিয়ার।
রাজস্থান রয়্যালসের হয়ে ২০২৪ আইপিএল খেলার কথা ছিল জাম্পার। গত বছর এই ফ্র্যাঞ্চাইজির হয়ে ৮ ম্যাচ খেলে ২৩.৫ গড়ে শিকার করেন ৮ উইকেট। তবে এবার টুর্নামেন্ট শুরুর আগেই না খেলার ব্যাপারটি নিশ্চিত করেন।
এবারের মৌসুমেও রাজস্থানের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারতেন। লেগিদের চাহিদা তেমন কিছুই বলে। তবে নিজের মানসিক স্বাস্থ্যের প্রতি যেমন নজর রেখেছেন, শারীরিক দিকেও গুরুত্ব দিয়েছেন জাম্পা। আবার সামনে আছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। অস্ট্রেলিয়ার হয়ে ফিট থেকে মাঠে থাকার ইচ্ছা থাকবে তার। ফলে আন্তর্জাতিক ক্রিকেট যখন নেই, তখন পরিবারের সাথে সময় কাটানোকে প্রাধান্য দিয়েছেন এই অস্ট্রেলিয়ান।
'উইলো টক' পডকাস্টে কথা বলতে গিয়ে এমন নানা কথা জানিয়েছেন জাম্পা। ওডিআই বিশ্বকাপে বড় একটা সময় কাটিয়েছেন। পরিশ্রমের মাত্রা স্বাভাবিকভাবেই বেশি ছিল।
জাম্পা বলেন, "আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ব্যাপার, সেটা বিশ্বকাপের বছর ছিল। আমি ২০২৩ থেকে একেবারে অবসন্ন বোধ করছি।"
গত বছর সাদা বলের ক্রিকেটে ২৩ টি ওডিআই ও ৮ টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন জাম্পা। বিশ্বকাপের শিরোপাজয়ী দলের অংশ ছিলেন। এরপর খেলেছেন বিগ ব্যাশ লিগেও (বিবিএল)।
"আমি গত বছর পুরো আইপিএল খেলেছি। অবশ্যই এর ৩ মাস পর ভারতে বিশ্বকাপ ছিল। আমার এবারও অনেক চাওয়া ছিল আইপিএল খেলার। তবে আমার মনে হয়েছে একটা সময়ে গিয়ে, আমি রাজস্থান রয়্যালসকে সেরাটা দিতে পারব না। এবং বিশ্বকাপের দিকে তাকিয়ে, এটা আমার কাছে আসলে বেশি গুরুত্বপূর্ণ। এ ব্যাপারে কোনো সন্দেহ নেই।"
জাম্পা এখন পর্যন্ত ৩ টি টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলেছেন। যেখানে ২৩ টি উইকেট সংগ্রহ করেছেন, ১৩.৩ গড়ে। তার সেরা সময় ছিল ২০২১ বিশ্বকাপে। যেখানে ১২.০৭ গড়ে ১৩ উইকেট শিকার করেন এই স্পিনার।