Image

বাংলাদেশের বন্যায় রিজওয়ানের মন কাঁদছে, 'আমরা আপনাদের পাশে আছি’

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 4 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
বাংলাদেশের বন্যায় রিজওয়ানের মন কাঁদছে, 'আমরা আপনাদের পাশে আছি’

বাংলাদেশের বন্যায় রিজওয়ানের মন কাঁদছে, 'আমরা আপনাদের পাশে আছি’

বাংলাদেশের বন্যায় রিজওয়ানের মন কাঁদছে, 'আমরা আপনাদের পাশে আছি’

ভারী বৃষ্টি ও ভারতের উজানের পানিতে স্মরণকালের ভয়াবহ বন্যার কবলে ফেনী, নোয়াখালী, কুমিল্লাসহ বেশ কয়েকটি জেলা। এসব এলাকার বন্যাকবলিত মানুষের জন্য মন কাঁদছে পাকিস্তানের তারকা ক্রিকেটার মোহাম্মদ রিজওয়ানের। বানভাসিদের পাশে দাঁড়ানোর জন্য আহ্বান জানিয়ে বাংলা ভাষায় লিখেন, 'আমরা আপনাদের পাশে আছি।’

চলমান রাওয়ালপিন্ডি টেস্টে বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের উইকেটকিপারের ভূমিকায় মোহাম্মদ রিজওয়ান। প্রথম ইনিংসে ১৭১ রানের অপরাজিত ইনিংস আসে রিজওয়ানের ব্যাট থেকে। গতকাল চতুর্থ দিনের খেলা শেষে রিজওয়ান তার ভেরিফায়েড ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে বাংলাদেশের বন্যাকবলিত মানুষের উদ্দেশ্যে লিখেছেন, 

‘বাংলাদেশে বিধ্বংসী বন্যা আঘাত হেনেছে। আমার চিন্তা ও প্রার্থনা বাংলাদেশের ধৈর্যশীল মানুষের সঙ্গে আছে। আমি এই কঠিন সময়ে আমাদের ভাই ও বোনদের পাশে দাঁড়ানোর জন্য তাদের পছন্দের দাতব্য প্রতিষ্ঠানে উদারভাবে অনুদান দেওয়ার জন্য অনুরোধ করছি। আমরা আপনাদের পাশে আছি।’

রিজওয়ানের এই মানবিক তৎপরতা মুসলিম ভ্রাতৃত্বের উজ্জ্বল নমুনা হয়ে থাকবে। উদ্ধারকাজ, ত্রাণ ও চিকিৎসার জন্য প্রশাসন ছাড়াও  সেনা ও নৌ বাহিনী কাজ করছে। আর বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়াচ্ছেন শিক্ষার্থীসহ বিভিন্ন পেশা ও শ্রেণির মানুষ।

পানি কমতে শুরু করেছে। অনেক এলাকা এখনো বিচ্ছিন্ন। আটকা রয়েছেন লাখো মানুষ। তবে বন্যাকবলিত এলাকাগুলোতে শুকনা খাবার ও সুপেয় পানির সংকট দেখা দিচ্ছে। অনেক জায়গায় স্বেচ্ছাসেবীরা ত্রাণ নিয়ে পৌঁছাতে পারছেন না।

Details Bottom
Details ad One
Details Two
Details Three