Image

ভারতকে পাত্তা না দিয়ে ৮ উইকেটে জিতল নিউজিল্যান্ড

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 2 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
ভারতকে পাত্তা না দিয়ে ৮ উইকেটে জিতল নিউজিল্যান্ড

ভারতকে পাত্তা না দিয়ে ৮ উইকেটে জিতল নিউজিল্যান্ড

ভারতকে পাত্তা না দিয়ে ৮ উইকেটে জিতল নিউজিল্যান্ড

ভারতকে ৮ উইকেটে হারিয়ে বিশাল জয় তুলে নিয়েছে নিউজিল্যান্ড। ৩ ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্ট জিতে ৩৫ বছর পর ভারতের মাটিতে জয়ের স্বাদ পেয়েছে কিউইরা। সেই সাথে ভারতের বিপক্ষে ১-০ ব্যাবধানে সিরিজে এগিয়ে গেলো নিউজিল্যান্ড। 

বেঙ্গালুরুতে শেষ দিনে নিউজিল্যান্ডের দরকার ছিলো ১০৭ রান, হাতে ১০ উইকেট। রান টা বেশী না হলেও প্রথম সেশনে ভারতীয় বোলারদের আগ্রাসন নিয়ে অনেকটা ভয় ছিলো। তবে তা হয়নি, ভারতীয় বোলাররা মাথাচাড়া দিয়ে ওঠার আগেই সাবলীলভাবে ম্যাচ জিতেছে নিউজিল্যান্ড। 

ব্যাট করতে নেমে দিনের শুরুতেই উইকেট হারায় কিউইরা। স্কোরবোর্ডে কোনো রান যোগ না করতেই বিদায় নেন কিউই ওপেনার টম ল্যাথাম। দলীয় ৩৫  বিদায় নেন আরেক ওপেনার ডেভন কনওয়েও। ফলে ৩৫ রানেই ২ উইকেট হারিয়ে ফেলে নিউজিল্যান্ড। ২ টি উইকেট ই পান জাসপ্রিত বুমরাহ।

তারপর নিরবিচ্ছিন্ন ৭৫ রানের জুটি গড়েন উইল ইয়ং এবং রাচিন রবীন্দ্র। এবং জয়ের বন্দরে নোঙ্গর করে সফরকারীরা। ইয়ং অপরাজিত থাকেন ৪৮ এবং রাচিন অপরাজিত থাকেন ৩৯ রানে। ম্যাচ সেরা হন রাচিন রবীন্দ্র। 

এর আগে প্রথম ইনিংসে ব্যাটিং বিপর্যয়ে মাত্র ৪৬ রানে অলআউট হয় ভারত। জবাবে নিজেদের প্রথম ইনিংসে ৪০২ রান সংগ্রহ করে নিউজিল্যান্ড। সেঞ্চুরির দেখা পান রাচিন। বড় রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে চমক দেখায় ভারত।

দ্বিতীয় ইনিংসে ভারত সংগ্রহ করে ৪৬২ রান। সেঞ্চুরি করেন সারফরাজ খান। তবে এত রান করেও প্রথম ইনিংসের ক্ষত পুষিয়ে নিতে পারেনি ভারত। দ্বিতীয় ইনিংসে নিউজিল্যান্ডকে ছোট লক্ষ্য দিয়ে মেনে নিতে হয় পরাজয়।

Details Bottom
Details ad One
Details Two
Details Three