Image

কানপুরে নিজেদের মাঝামাঝি অবস্থানে রেখেছেন 'হতাশ' শান্ত

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 1 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
কানপুরে নিজেদের মাঝামাঝি অবস্থানে রেখেছেন 'হতাশ' শান্ত

কানপুরে নিজেদের মাঝামাঝি অবস্থানে রেখেছেন 'হতাশ' শান্ত

কানপুরে নিজেদের মাঝামাঝি অবস্থানে রেখেছেন 'হতাশ' শান্ত

বৃষ্টিতে ভেসে গেছে বাংলাদেশ ও ভারতের মধ্যকার চলমান কানপুর টেস্টের দ্বিতীয় দিনের খেলা। কানপুরে এদিন মাঠে গড়ায়নি কোন বল। শেষ পর্যন্ত বেলা ২ টায় দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করেন ম্যাচ অফিশিয়ালরা। এমনকি বৃষ্টির কারণে টেস্টের প্রথম দিন খেলা হয়েছে মাত্র ৩৫ ওভার। সব কিছু মিলিয়ে বিষয়টি নিয়ে হতাশা প্রকাশ করেছেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। 

শনিবার  বিসিবির পাঠানো এক ভিডিও বার্তায় খেলা হলে ভালো হতো জানিয়ে নাজমুল হোসেন শান্ত বলেন, "অবশ্যই প্লেয়ার হিসেবে তো অবশ্যই একটা অস্বস্তিকর ব্যাপার। অনেক কষ্ট করে খেলাটা শুরু হল, মাঝে কিছুক্ষণ খেলাও হল এরপর আবার বন্ধ হয়ে গেল। আজকে সারা দিন খেলা হল না, প্লেয়ার হিসেবে অবশ্যই এটা অস্বস্তিকর। আসলে কিছু করার নেই, আমাদের নিয়ন্ত্রণেও এটি নেই। তবে খেলা হলে ভাল্লাগত।"

কানপুরে প্রথম দিনে ৩৫ ওভারে ৩ উইকেট হারিয়ে ১০৭ রান করে বাংলাদেশ। মুমিনুল হক ৪০ ও মুশফিকুর রহিম ৬ রান নিয়ে উইকেটে আছেন। ব্যাটিংয়ে এই পরিস্থিতিকে খারাপ বলছেন না শান্ত। তার মতে, বাংলাদেশের অবস্থান এখনো মাঝামাঝিতে।

"আমার মনে হয় একটা উইকেট আমাদের বেশি পড়েছে। আমরা ব্যাটিংয়ে যে অবস্থায় আছি। শুরুটাও ভালো হয়েছিল। তবে আমি বলব না যে খুব খারাপ অবস্থানে আছি যে উইকেটে আমরা খেলছি। আমাদের অনেকগুলা ব্যাটার আছে এখান থেকে যদি ২টা বড় জুটি হয় ভালো অবস্থানেই যাব। এই মুহূর্তে যদি খেলার অবস্থান দেখি আমার মনে হয় মাঝামাঝি একটা অবস্থানে আছি।"

উইকেট সম্পর্কে শান্তর ভাষ্য, "উইকেট ভালোই ছিল। আমার মনে হয় চ্যালেঞ্জ এখানে যে জিনিসটা বেশি বৃষ্টিতে অন এন্ড অফ একটা খেলা হচ্ছে। লম্বা সময় খেলার জন্য বৃষ্টির একটা বাঁধা থাকেই। এটা মাথায় নিয়েই ব্যাটাররা ব্যাটিং করছে, যেটা একটা কঠিন ব্যাপার। তাছাড়া আমি বলব যে উইকেট ভালোই ছিল সামনে হয়ত দিন ৩/৪ এ যেহেতু বৃষ্টি সেরকম রোদও পাচ্ছে না, খেলাটা আবার শুরু হলে বুঝা যাবে উইকেট কতটা চ্যালেঞ্জিং হবে।"

Details Bottom
Details ad One
Details Two
Details Three