Image

ওমানকে উড়িয়ে নেট রান রেটের চিন্তা কমাল ইংল্যান্ড

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 7 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
ওমানকে উড়িয়ে নেট রান রেটের চিন্তা কমাল ইংল্যান্ড

ওমানকে উড়িয়ে নেট রান রেটের চিন্তা কমাল ইংল্যান্ড

ওমানকে উড়িয়ে নেট রান রেটের চিন্তা কমাল ইংল্যান্ড

অ্যান্টিগাতে ইংল্যান্ডের দাপুটে এক জয়। আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ এ ওমানকে ৪৭ রানে গুটিয়ে দিয়ে মাত্র ১৯ বলেই ম্যাচ জিতে নেয় ইংল্যান্ড। ১০১ বল হাতে রেখে ইংলিশরা পেল ৮ উইকেটের জয়, আর তাতেই পয়েন্ট টেবিলের অবস্থান করল শক্ত। বেশ ভালোভাবেই এগিয়ে গেল সুপার এইটের দৌড়ে। বিধ্বংসী এ জয়ে রানরেটের দুশ্চিন্তা থেকে আপাতত মুক্তি পেল ইংল্যান্ড।

টসে হেরে আগে ব্যাট করতে নামা ওমান ১৩.২ ওভার খেলতেই হারিয়ে বসে সবকটি উইকেট। জফরা আর্চার, মার্ক উডদের পেস তোপে রীতিমতো অসহায় হয়ে পড়ে টপ অর্ডার, মিডল অর্ডার। 

এরপর উইকেট শিকারে যুক্ত হন স্পিনার আদিল রশিদ। আর্চার-উড ৩টি করে উইকেট পেলেও মাত্র ১১ রান খরচায় আদিল রশিদ নেন ৪ উইকেট। 

ওমানের ১১ ব্যাটারের মধ্যে কেবল একজনই ছুঁতে পারেন দুই অঙ্কের রান। শোয়াইব খানের ২৩ বলে খেলা ১১ রানই ওমানের পক্ষে সর্বোচ্চ। পাওয়ার প্লের ৬ ওভারের মধ্যে ওমান করতে পারে কেবল ২৫ রান, বিপরীতে উইকেট হারায় ৪টি। বল হাতে এদিন জফরা আর্চার শুরু থেকেই ছিলেন দুর্দান্ত, ৩ উইকেটের সাথে পেয়েছেন মেডেন ওভারও। 

ওমান অলআউট হয় নিজেদের রেকর্ড সর্বনিম্ন ৪৭ রানে। এরপর ব্যাট করতে নেমে কোন সময় নষ্ট করেনি ইংলিশরা। চার-ছক্কার ফুলঝুরি ছুটিয়ে মাত্র ৩.১ ওভার ব্যাটিং করেই ৮ উইকেটের বড় জয় পায় জস বাটলারের দল। 

ইংল্যান্ডের তো বটেই, যে কোন টেস্ট খেলুড়ে দেশেরই এটি টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি বল (১০১) হাতে রেখে জয়ের রেকর্ড। ওমানকে হারিয়ে সুপার এইটের রাস্তা সহজ করে নিয়েছে ইংল্যান্ড।

৩ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে এই গ্রুপে পয়েন্ট তালিকায় শীর্ষে অস্ট্রেলিয়া, তাদের পরের ম্যাচ স্কটল্যান্ডের সঙ্গে। ৩ ম্যাচে পাঁচ পয়েন্ট নিয়ে স্কটিশরা দ্বিতীয় স্থানে, নেট রান রেট ২.১৬৪। ৩ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে ইংল্যান্ড তৃতীয় স্থানে, নেট রান রেট ৩.০৮১। ওমানকে উড়িয়ে নেট রান রেট বিশাল বাড়িয়ে নিল ইংল্যান্ড।

Details Bottom
Details ad One
Details Two
Details Three