র্যাংকিংয়ে ২৬ ধাপ এগোলেন হৃদয়, তাসকিন ও তাঁর ক্যারিয়ার সেরা রেটিং
- 1
যাকে সরানো হলো ‘অযোগ্য’ বলে, পরামর্শ নিতে হলো ‘অপরিহার্য’ জেনে
- 2
বিসিবি নির্বাচন, ফিক্সিং ইঙ্গিত ও ক্রীড়া উপদেষ্টার ‘সীমিত হস্তক্ষেপ’: আড়ালের গল্প কী?
- 3
আইপিএলের রঙ্গমঞ্চে গেইলের শেষ অঙ্কটা বিষাদের
- 4
বিসিবি নির্বাচনে অংশ নেবেন তামিম, সরে দাঁড়ালেন আকরাম খান
- 5
সীমিত সুযোগ, বড় স্বপ্ন: নেপালের তৃণমূল ক্রিকেটে চান্দ্রগিরির নীরব বিপ্লব

র্যাংকিংয়ে ২৬ ধাপ এগোলেন হৃদয়, তাসকিন ও তাঁর ক্যারিয়ার সেরা রেটিং
র্যাংকিংয়ে ২৬ ধাপ এগোলেন হৃদয়, তাসকিন ও তাঁর ক্যারিয়ার সেরা রেটিং
জিম্বাবুয়ের বিপক্ষে চলমান টি-টোয়েন্টি সিরিজে দাপট দেখাচ্ছে বাংলাদেশ দল। ৫ ম্যাচের সিরিজে শুরুর ৩ ম্যাচ জিতেই সিরিজ জয় নিশ্চিত করেছে টাইগাররা। ব্যাট ও বল হাতে পারফর্ম করে র্যাংকিংয়েও নিজেদের অবস্থান উন্নত করেছেন ক্রিকেটাররা।
৩ ম্যাচেই দারুণ বোলিং করে ৬ উইকেট নেওয়া তাসকিন আহমেদ টি-টোয়েন্টি বোলারদের র্যাংকিংয়ে এগিয়েছেন ৬ ধাপ। ক্যারিয়ার সেরা ৫৭২ রেটিং পয়েন্ট নিয়ে তাসকিনের অবস্থান এখন ২৬ নম্বরে। পেছনে ফেলেছেন স্বদেশী মুস্তাফিজুর রহমান (৩০) ও সাকিব আল হাসানকেও (৩১)। অবশ্য মুস্তাফিজ ও সাকিব শুরুর ৩ ম্যাচের স্কোয়াডে ছিলেন না।
প্রথম দুই ম্যাচ খেলা শেখ মেহেদী হাসান ৬ ধাপ এগিয়ে নিউজিল্যান্ডের টিম সাউদির সঙ্গে যৌথভাবে আছেন ২২ নম্বরে। জিম্বাবুয়ের ব্লেসিং মুজারাবানি ৫ ধাপ এগিয়ে আছেন ৬৯ নম্বরে।
ব্যাটারদের মধ্যে তিন ম্যাচেই দাপট দেখানো তাওহীদ হৃদয় ঢুকেছেন সেরা ১০০ এর মধ্যে। এর আগে ১০০ এর বাইরে থাকা হৃদয় ২৬ ধাপ এগিয়ে অস্ট্রেলিয়ার বেন ম্যাকডরমটের সঙ্গে যৌথভাবে আছেন ৯০ নম্বরে। অর্জন করেছেন ক্যারিয়ার সেরা ৩৯১ রেটিং পয়েন্ট।
২ ধাপ এগিয়েছেন টাইগারদের অভিজ্ঞ ব্যাটার মাহমুদউল্লাহ রিয়াদ। এই মুহূর্তে আয়ারল্যান্ডের হ্যারি টেক্টরের সঙ্গে তাঁর অবস্থান যৌথভাবে ৮১ নম্বরে।