জমজমাট হোম সামারের সূচি প্রকাশ করল ক্রিকেট অস্ট্রেলিয়া
জমজমাট হোম সামারের সূচি প্রকাশ করল ক্রিকেট অস্ট্রেলিয়া
জমজমাট হোম সামারের সূচি প্রকাশ করল ক্রিকেট অস্ট্রেলিয়া
ঘরের মাঠে পুরুষ ও নারী দলের জমজমাট সূচি প্রকাশ করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। ১২ ভেন্যুতে চলতি বছরের সেপ্টেম্বর থেকে ২০২৫ এর ফেব্রুয়ারি অব্দি পুরুষ ও নারী দল মিলে ৬ টেস্ট, ৯ ওয়ানডে ও ৯ টি-টোয়েন্টি খেলবে।
সেপ্টেম্বরের শেষ ভাগে নিউজিল্যান্ড নারী দলের বিপক্ষে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ দিয়ে শুরু অস্ট্রেলিয়ার ২০২৪/২৫ এর সামার।
নভেম্বরে পাকিস্তান পুরুষ ক্রিকেট দল অস্ট্রেলিয়া সফর করবে ৩ টি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে। এমসিজি (মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড), অ্যাডিলেড ওভাল ও পার্থে ওয়ানডে সিরিজের পর গ্যাবা, এসসিজি (সিডনি ক্রিকেট গ্রাউন্ড) ও ব্লান্ডস্টোন অ্যারেনাতে হবে টি-টোয়েন্টি ম্যাচগুলো।
নভেম্বরের শেষ ভাগে ভারতের বিপক্ষে অজিদের বোর্ডার-গাভাস্কার সিরিজ। ৫ ম্যাচের সিরিজে ১ টি ম্যাচ হবে দিবারাত্রির। ভেন্যু যথাক্রিমে পার্থ, অ্যাডিলেড ওভাল, গ্যাবা, এমসিজি ও এসসিজি।
ডিসেম্বরে ৩ টি ওয়ানডে খেলতে অস্ট্রেলিয়া সফর করবে ভারতীয় নারী দল। ৩ ওয়ানডে, ৩ টি-টোয়েন্টি ও ১ টি দিবারাত্রির টেস্ট খেলতে ২০২৫ এর জানুয়ারিতে ইংল্যান্ড নারী দল যাবে অস্ট্রেলিয়ায়।
অস্ট্রেলিয়ার ২০২৪-২৫ আন্তর্জাতিক সিরিজের সূচি-
নিউজিল্যান্ড নারী দলের বিপক্ষে-
১ম টি-টোয়েন্টি- ১৯ সেপ্টেম্বর, গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনা, ম্যাকায়
২য় টি-টোয়েন্টি- ২২ সেপ্টেম্বর, গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনা, ম্যাকায়
৩য় টি-টোয়েন্টি- ২৪ সেপ্টেম্বর, অ্যালান বোর্ডার ফিল্ড, ব্রিসবেন
পাকিস্তান পুরুষ দলের বিপক্ষে-
১ম ওয়ানডে- ৪ নভেম্বর, এমসিজি, মেলবোর্ন
২য় ওয়ানডে- ৮ নভেম্বর, অ্যাডিলেড ওভাল, অ্যাডিলেড
৩য় ওয়ানডে- ১০ নভেম্বর, পার্থ স্টেডিয়াম, পার্থ
১ম টি-টোয়েন্টি- ১৪ নভেম্বর, গ্যাবা, ব্রিসবেন
২য় টি-টোয়েন্টি- ১৬ নভেম্বর, এসসিজি, সিডনি
৩য় টি-টোয়েন্টি- ১৮ নভেম্বর, ব্লান্ডস্টোন অ্যারেনা, হোবার্ট
ভারত পুরুষ দলের বিপক্ষে-
১ম টেস্ট- ২২-২৬ নভেম্বর, পার্থ স্টেডিয়াম, পার্থ
২য় টেস্ট (দিবারাত্রির)- ৬-১০ ডিসেম্বর, অ্যাডিলেড ওভাল, অ্যাডিলেড
৩য় টেস্ট- ১৪-১৮ ডিসেম্বর, দ্য গ্যাবা, ব্রিসবেন
৪র্থ টেস্ট- ২৬-৩০ ডিসেম্বর, এমসিজি, মেলবোর্ন
৫ম টেস্ট- ৩-৭ জানুয়ারি, এসসিজি, সিডনি
ভারত নারী দলের বিপক্ষে-
১ম ওয়ানডে- ৫ ডিসেম্বর, অ্যালান বোর্ডার ফিল্ড, ব্রিসবেন
২য় ওয়ানডে- ৮ ডিসেম্বর, অ্যালান বোর্ডার ফিল্ড, ব্রিসবেন
৩য় ওয়ানডে- ১১ ডিসেম্বর, ওয়াকা গ্রাউন্ড, পার্থ
ইংল্যান্ড নারী দলের বিপক্ষে-
১ম ওয়ানডে- ১২ জানুয়ারি, নর্থ সিডনি ওভাল, সিডনি
২য় ওয়ানডে- ১৪ জানুয়ারি, জাংশন ওভাল, মেলবোর্ন
৩য় ওয়ানডে- ১৭ জানুয়ারি, ব্লান্ডস্টোন অ্যারেনা, হোবার্ট
১ম টি-টোয়েন্টি- ২০ জানুয়ারি, এসসিজি, সিডনি
২য় টি-টোয়েন্টি- ২৩ জানুয়ারি, মানুকা ওভাল, ক্যানবেরা
৩য় টি-টোয়েন্টি- ২৫ জানুয়ারি, অ্যাডিলেড ওভাল, অ্যাডিলেড
একমাত্র দিবারাত্রির টেস্ট- ৩০ জানুয়ারি-২ ফেব্রুয়ারি, এমসিজি, মেলবোর্ন।