২০১০ সালের পর এই প্রথম বিশ্বকাপ ফাইনালে নিউজিল্যান্ড
২০১০ সালের পর এই প্রথম বিশ্বকাপ ফাইনালে নিউজিল্যান্ড
২০১০ সালের পর এই প্রথম বিশ্বকাপ ফাইনালে নিউজিল্যান্ড
নারী বিশ্বকাপের সেমিফাইনালে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে ১৪ বছর পর ফাইনালে উঠেছে নিউজিল্যান্ড। ক্যারিবিয়ান নারীদের বিপক্ষে রুদ্ধশ্বাস ম্যাচে ৮ রানের জয় পেয়েছে তারা। কিউইরা শেষ ফাইনাল খেলেছিলো ২০১০ সালে।
শুক্রবার শারজাহ আন্তজার্তিক ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১২৮ রান সংগ্রহ করে নিউজিল্যান্ড। জবাবে ১২০ রানেই থামতে হয় ওয়েস্ট ইন্ডিজকে।
ব্যাটিংয়ে নেমে ভালো শুরু পান দুই কিউই ওপেনার। ২৮ বলে সুজি ব্যাটস ২৬ এবং জর্জিয়া প্লিম্মার ৩১ বলে ৩৩ রান করেন। ৯ বলে ১৮ রান করেন ব্রুকি হ্যালিডে আর ১৪ বলে ২০ রান করে ইসাবেলা গেজ। আর কেউ তেমন কিছু করতে পারেননি। দ্রুত উইকেট হারিয়ে থামতে হয় ১২৮ রানে।
ওয়েস্ট ইন্ডিজের হয়ে ২২ রান দিয়ে ৪ উইকেট তুলে নেন ডটিন।
১২৯ রান তাড়া করতে নেমে শুরুটা দেখেশুনে করে ২ ক্যারিবিয়ান ওপেনার। তবে ইনিংস বড় করতে ব্যর্থ হয় টপ অর্ডার। ৬৩ রানের মধ্যে ৫ উইকেট হারিয়ে ফেলে তারা। তবে চাপের মুখে ১৬ তম ওভারে দেন্দ্র ডটিন মারেন ৩ টি ছক্কা। সেই সাথে ম্যাচে ফিরে আসে ওয়েস্ট ইন্ডিজ।
জয়ের জন্য শেষ ৪ ওভারে ওয়েস্ট ইন্ডিজের দরকার ছিলো ৩৪ রানের। তবে ২২ বলে ৩৩ রান করে সাজঘরে ফেরেন ডটিন। অ্যাফি ফ্লেচার ও জাইদা জেমস হাল না ছেড়ে লড়াই করতে থাকেন জেতার জন্য। ৮ বলে ১৪ রান করে আউট হন জেমস।তারপর আর সম্ভব হয়নি। ৮ উইকেট হারিয়ে ১২০ রানে থামতে হয় তাদের।
আগামী ২০ অক্টোবর নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে নিউজিল্যান্ড।