পাহাড় টপকানোর আগে শুরুর সুন্দরে খুশি বাংলাদেশ
পাহাড় টপকানোর আগে শুরুর সুন্দরে খুশি বাংলাদেশ
পাহাড় টপকানোর আগে শুরুর সুন্দরে খুশি বাংলাদেশ
রাওয়ালপিন্ডিতে গতকাল বাংলাদেশ কাটিয়েছে ভুলে যাওয়ার মতো দিন। টেস্টের দ্বিতীয় দিন গতকাল পাকিস্তান ৬ উইকেটে ৪৪৮ রান তুলে ইনিংস ঘোষণা করে। বাংলাদেশ প্রথম ইনিংসে ৪২১ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় দিন শেষ করল। আগামীকাল তৃতীয় দিনের খেলা শুরু করবেন দুই অপরাজিত ওপেনার সাদমান ইসলাম ও জাকির হাসান। ব্যাটিং কোচ ডেভিড হেম্প দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে এসে বললেন, 'এখনও অনেক খেলা বাকি'। শেষ বিকালে দুই ওপেনারের ব্যাটিংয়ে খুশি হেম্প মনে করেন, ব্যাটারদের জন্য এখনও সহায়ক রাওয়ালপিন্ডির উইকেট।
প্রথম ইনিংসে পাকিস্তানের ৪৪৮ রানের জবাবে বাংলাদেশ ১২ ওভারে তুলেছে ২৭ রান। ১২ রান নিয়ে সাদমান ইসলাম আর ১১ রান নিয়ে জাকির হাসান কাল ফের নতুন করে শুরু করবেন ইনিংস। বাংলাদেশের ব্যাটিংয়ে নামার আগে পাকিস্তানের ইনিংসটি ছিল মূলত সৌদ শাকিল ও মোহাম্মদ রিজওয়ানের ব্যাটিং প্রদর্শনী। এই দুইয়ের জুটি থেকেই পাকিস্তানের স্কোরবোর্ডে যোগ হয় ২৪০ রান। দ্বিতীয় দিনের ব্যাটিং-স্বর্গে মাথা খুঁড়ে মরছেন টাইগার বোলাররা!
তবে বোলিং ইনিংসের হতাশার পরিসংখ্যান ভুলে এবার ব্যাটিংয়ে চোখ সবার। লিড নিতে গেলে শান্ত-সাকিবদের অনেক ভালো খেলতে হবে। দিনের খেলা শেষ সংবাদ সম্মেলনে এসে নিজেদের পরিকল্পনার কথা জানালেন ডেভিড হেম্প। তার কথায় পরিষ্কার, ম্যাচ এখনও সবার জন্য উন্মুক্ত, উইকেট এখনও ব্যাটিং সহায়ক।
‘আমরা আক্রমণাত্মক বোলিং মোকাবেলার প্রস্তুতি রাখছি। কালকের ব্যাটিং দেখে এরপর চতুর্থ ও পঞ্চম দিনের পরিকল্পনা সাজাব। এখনও অনেক খেলা বাকি। যদি আমরা তাদের ধারেকাছে যাই বা ছাড়িয়ে যেতে পারি, এরপর বোঝা যাবে। আপাতত ব্যাটিংয়ের জন্য ভালো উইকেটই মনে হচ্ছে।’
‘পাকিস্তানের অত্যন্ত ভালো ৪ জন পেসার আছে। আমাদের জন্য এটা চ্যালেঞ্জ হতে যাচ্ছে। আমরা যতটা সম্ভব ইতিবাচক থাকতে চাই, যত বেশি সম্ভব রান বের করতে চাই। উইকেট এখনও ব্যাটিংয়ের জন্য ভালো, এটাই আমরা আগামী সময়টায় কাজে লাগাতে চাই।’
বাংলাদেশের বোলার-ফিল্ডারদের রীতিমতো বিপর্যস্ত করে শাকিল-রিজওয়ান দু'জনেই পেয়েছেন সেঞ্চুরি। পঞ্চম উইকেটে তাদের বড় রানের জুটিই দ্বিতীয় দিনে ব্যাকফুটে ঠেলে দেয় বাংলাদেশকে। বাংলাদেশের বোলারদের করুণ পরিস্থিতি বুঝতে এক নাহিদ রানার পরিসংখ্যানের দিকে তাকালেই চলবে। ১৮ ওভারে ১০১ রান খরচ করেও কোন উইকেট লিখতে পারেননি নামের পাশে। উইকেটশূন্য নাহিদ রানার ইকোনমি অবশ্য চোখে লাগার মতো ৫.৫২।
বিনা উইকেটে ২৭ রানে হতাশার দিন শেষ করেছে বাংলাদেশ। তাতেই যেন কিছুটা খুশি হলেন ব্যাটিং কোচ,‘দিনের শেষ ভাগে শেষ ১২ ওভার তারা যেভাবে খেলেছে, আমি খুবই আনন্দিত। খুব চ্যালেঞ্জিং ব্যাপার ছিল। আমাদের শেষ আধঘণ্টা ব্যাট করতে হয়েছে। বিশেষ করে সারাদিন ফিল্ডিংয়ে খাটুনি দেওয়ার পর। তবে আমাদের শৃঙ্খলা ধরে রেখে প্রচুর রান করতে হবে।’