Image

পেসার ওকস হয়ে গেলেন স্পিনার, ওভাল টেস্টে বিরল দৃশ্য!

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 2 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
পেসার ওকস হয়ে গেলেন স্পিনার, ওভাল টেস্টে বিরল দৃশ্য!

পেসার ওকস হয়ে গেলেন স্পিনার, ওভাল টেস্টে বিরল দৃশ্য!

পেসার ওকস হয়ে গেলেন স্পিনার, ওভাল টেস্টে বিরল দৃশ্য!

শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্টের দ্বিতীয় দিনে দ্য ওভালে খারাপ আলোয় স্পিন বল করতে বাধ্য হন পেসার ক্রিস ওকস। ওকসকে পেস থেকে মিড ওভারে স্পিন করতে বাধ্য করে দ্য ওভালের ব্যাড লাইট ও অনফিল্ড আম্পায়াররা। ফলস্বরূপ ওকস তার চতুর্থ ওভারের শেষ চারটি ডেলিভারি স্পিন বোলিং করছেন। যা ম্যাচে জন্ম দিয়েছে চরম হাস্যরসের।

ক্রিস ওকস একটি ওভারের মাঝখানে থাকাকালীন পেস বোলিং করার জন্য আলো খুব খারাপ বলে আম্পায়ারদের আদেশে অফ-স্পিনের চারটি বল করতে বাধ্য হন। ধারাভাষ্যকার মাইকেল আথারটনকে স্কাই স্পোর্টসের মাইক্রোফোন হাতে বলতে শোনা যায়, "খেলা পাগল হয়ে গেছে"। জো রুট ভ্রু উঁচিয়ে মজাদার প্রতিক্রিয়া জানান, বেন স্টোকস ইংল্যান্ডের ব্যালকনিতে অবিশ্বাসের মতো তাকিয়ে দেখলেন।

STOP WHAT YOU'RE DOING! ⚠️

Bad light means Chris Woakes is bowling spin 😆 pic.twitter.com/TPYSnwXiEN

— England Cricket (@englandcricket) September 7, 2024

ঘটনা, শ্রীলঙ্কার ব্যাটিং ইনিংসের সপ্তম ওভারে। ক্রিস ওকসের দ্বিতীয় বলে দৌড়ে প্রান্ত বদল করতে গিয়ে রান আউট হন ওপেনার দিমুথ করুণারত্নে। কুশল মেন্ডিস ৩ নম্বরে ব্যাট করতে আসছেন... কিন্তু অনফিল্ড আম্পায়া জুয়েল উইলসন এবং ক্রিস গ্যাফানি মাঠের আলো নিয়ে খুশি নন! তারা ইংলিশ অধিনায়ক ওলি পোপকে ডেকে বলেন, এই আলোতে পেস চলবে না, ওভারের বাকি অংশ স্পিন বল করতে হবে। 

ওকসের ওভারের তখনও চারটি বল বাকি। ক্রিকেটের আইন বলে যে "একজন বোলার অক্ষম বা খেলা স্থগিত না হলে ওভার শেষ করতে হবে", যার অর্থ একমাত্র বিকল্প ছিল মাঠ ছেড়ে যাওয়া বা ওকসকে সাময়িকভাবে স্পিনার হওয়া। তখন পেসের রান-আপ ছেড়ে ওকসকে অফ-ব্রেক করতে দেখা যায় ওভারের বাকি চার ডেলিভারি। যখন মেঘের আবরণ সরে যায়, এবং গাস অ্যাটকিনসন এসে ঠিকই পেস বল করতে থাকেন। যা ম্যাচে জন্ম দিয়েছে চরম হাস্যরসের।

Details Bottom
Details ad One
Details Two
Details Three