Image

ভারতের টি-টোয়েন্টি অধিনায়ক হতে পারেন সুরিয়াকুমার যাদব

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 6 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
ভারতের টি-টোয়েন্টি অধিনায়ক হতে পারেন সুরিয়াকুমার যাদব

ভারতের টি-টোয়েন্টি অধিনায়ক হতে পারেন সুরিয়াকুমার যাদব

ভারতের টি-টোয়েন্টি অধিনায়ক হতে পারেন সুরিয়াকুমার যাদব

বিশ্বকাপের পর টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মা। রোহিতের পর টি-টোয়েন্টি ফরম্যাটে ভারতকে নেতৃত্ব দেবে কে এতে বার বার ই উঠে আসছিলো হার্দিক পান্ডিয়ার নাম। কেননা গতবছর রোহিতের অনুপস্থিততে ভারতকে নেতৃত্ব দিতে দেখা গেছে হার্দিককেই। তবে পাকাপাকি ভাবে পরবর্তী অধিনায়ক হিসেবে হার্দিক পান্ডিয়াকে বিবেচনা করতে কিছুটা বিভ্রান্তিতে রয়েছে বিসিসিআই।

অধিনায়ক হতে গেলে হার্দিকের সবচেয়ে বড় বাঁধা তার ইনজুরি প্রবনতা। ইনজুরির কারণে ইতোমধ্যেই টেস্ট ক্রিকেট খেলছেন না তিনি। অধিনায়ক যদি দলের গুরুত্বপূর্ণ সিরিজ মিস করেন এটা দলের জন্য ভালো হবেনা। একারনেই হার্দিককে অধিনায়কত্ব দেয়া হবে কিনা এই নিয়ে মতপার্থক্যের সৃষ্টি হয়েছে বিসিসিআই তে।

ভারতের গণমাধ্যমে ইন্ডিয়ান এক্সপ্রেসকে বিসিসিআই এর এক সূত্র জানায়, " এটা একটু সূক্ষ্ম বিষয়। কেউ একমত নয়, উভয় পক্ষের ই যুক্তি আছে। হার্দিকের ফিটনেস একটা বড় সমস্যা যদিও সে ভারতকে বিশ্বকাপ জিতিয়েছে।" 

বিশ্বকাপ ফাইনালের শেষ ওভারে বল করে ভারতকে ম্যাচ জেতান হার্দিক পান্ডিয়া। কিন্তু টি-টোয়েন্টিতে দেশের পরবর্তী অধিনায়ক হিসেবে তাঁকে দেখার সম্ভাবনা কম বলেই মনে হচ্ছে। 

বিকল্প অধিনায়ক হিসাবে ভাবা হচ্ছে সুরিয়াকুমার যাদবকে। বিসিসিআই সেই সূত্র আরো জানিয়েছে, "সুরিয়াকুমারের বিষয়েও আমরা খোঁজ নিয়েছি। ওর নেতৃত্ব দেওয়ার ধরণ ড্রেসিংরুমে যথেষ্ট পছন্দের।" 

ভারতের টি-টোয়েন্টি অধিনায়ক শেষ পর্যন্ত কে হবেন হার্দিক নাকি সুরিয়াকুমার? ধারণা করা হচ্ছে এতে বড় ভূমিকা থাকতে পারে প্রধান কোচ গৌতম গম্ভীরের। সুরিয়াকুমারের সাথে আগে কোলকাতা নাইট রাইডার্সে কাজ করেছেন গম্ভীর। তাছাড়া ওয়ানডে বিশ্বকাপের পর ঘরের মাঠে অস্ট্রেলিয়া সিরিজে নিজের লিডারশীপ দেখিয়েছেন তিনি। তাই ধারণা করা হচ্ছে হার্দিক নয়, ভারতের পরবর্তী টি-টোয়েন্টি অধিনায়ক হতে পারেন সুরিয়াকুমার যাদব।

Details Bottom
Details ad One
Details Two
Details Three