Image

ঘরের মাঠে পাকিস্তানকে বাংলা-ওয়াশ করল বাংলাদেশ

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 4 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
ঘরের মাঠে পাকিস্তানকে বাংলা-ওয়াশ করল বাংলাদেশ

ঘরের মাঠে পাকিস্তানকে বাংলা-ওয়াশ করল বাংলাদেশ

ঘরের মাঠে পাকিস্তানকে বাংলা-ওয়াশ করল বাংলাদেশ

রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে নতুন ইতিহাস লিখল বাংলাদেশ। টেস্ট ক্রিকেটে পাকিস্তানের বিপক্ষে প্রথমবারের মতো সিরিজ জয়, একই সাথে পাকিস্তান হলো বাংলাওয়াশ। পাকিস্তানকে ব্যাকফুটে ঠেলে দেওয়ার কাজটা আগেরদিনই করেন মূলত দুই তরুণ পেসার হাসান মাহমুদ ও নাহিদ রানা। ১৭২ রানে পাকিস্তান গুটিয়ে গেলে বাংলাদেশের সামনে ১৮৫ রানের লক্ষ্য দাঁড়ায়। যা টপকাতে বাংলাদেশ হারায় ৪ উইকেট। সাকিব-মুশফিকের ব্যাটে চড়ে টেস্টে পাকিস্তানকে সিরিজ হারানো ও হোয়াইটওয়াশের লজ্জায় ডুবাল বাংলাদেশ। 

দেশের মাটিতে বাংলাদেশের কাছে টেস্ট সিরিজে ধবলধোলাই হয়েছে পাকিস্তান। প্রথম টেস্টে ১০ উইকেটে জেতার পর দ্বিতীয় টেস্টেও বাংলাদেশ পেল ৬ উইকেটের রোমাঞ্চকর জয়। রাওয়ালপিন্ডিতে টানা দুই টেস্টে আধিপত্য বিস্তার করে দাপুটে জয়। টেস্ট ক্রিকেটের ইতিহাসে দেশের বাইরে এটি বাংলাদেশের ৮ম, আর পাকিস্তানের বিরুদ্ধে টানা দ্বিতীয়। ওয়েস্ট ইন্ডিজের পর দেশের বাইরে এটি বাংলাদেশের দ্বিতীয় টেস্ট সিরিজ জয়। প্রথম ইনিংসে কেবল ২৬ রানের মধ্যে ৬ উইকেট হারানো বাংলাদেশ জিতেছে ম্যাচ, যা টেস্ট ক্রিকেট ইতিহাসে এই প্রথম। নিশ্চিতভাবেই অনেক বেশি স্মরণীয় নাজমুল হোসেন শান্তদের জন্য। 

স্মরণীয় এক সিরিজ জয়ের খুব কাছে থেকে পঞ্চম দিনের লাঞ্চ-ব্রেকে যায় বাংলাদেশ। ইতিহাস গড়তে পরের দুই সেশনে বাংলাদেশের দরকার ছিল স্রেফ ৬৩ রান। সকালের প্রথম ঘন্টায় দুই ওপেনারকে হারালেও লক্ষ্যের দিকে সহজেই এগিয়ে যায় বাংলাদেশ। দলকে জয়ের দিকে নিতে অধিনায়ক শান্তর সঙ্গে ক্রিজে দৃঢ়তা দেখান অভিজ্ঞ মুমিনুল হক। 

মধ্যাহ্নভোজের বিরতি থেকে ফিরে অবশ্য দ্রুতই উইকেট হারান নাজমুল হোসেন শান্ত। বাংলাদেশ অধিনায়কের ব্যাট থেকে আসে ৩৮ রান। পাকিস্তানের বিপক্ষে ইতিহাস গড়ার অপেক্ষা সামনে রেখে মুমিনুল হককেও বিদায় নিতে হয়। ৩৪ রানে থাকে মুমিনুলকে ফিরিয়ে আলোচিত আবরার আহমেদ পান তার প্রথম উইকেট। 

এরপর মুশফিকুর রহিম আর সাকিব আল হাসান মিলে দলকে জয়ের পথে এগিয়ে নিয়ে যেতে থাকেন। দুজনেই ব্যাটিং করেছেন স্বচ্ছন্দে। বাংলাদেশও এগোচ্ছে ধীরেসুস্থে। এই দুই অভিজ্ঞ ব্যাটার আর কোনো বিপদ ছাড়াই ঐতিহাসিক সিরিজ জয় সম্পন্ন করে মাঠ ছাড়েন। 

Details Bottom