Image

আমি হাসতে হাসতে প্রায় কান্নায় ভেঙে পড়েছিলাম: মার্শ

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 4 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
আমি হাসতে হাসতে প্রায় কান্নায় ভেঙে পড়েছিলাম: মার্শ

আমি হাসতে হাসতে প্রায় কান্নায় ভেঙে পড়েছিলাম: মার্শ

আমি হাসতে হাসতে প্রায় কান্নায় ভেঙে পড়েছিলাম: মার্শ

বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যকার ম্যাচে হঠাৎই মাঠের মধ্যে লুটিয়ে পড়ে যান গুলবেদিন নাইব। পায়ে ধরে দেখাতে থাকেন হ্যামস্ট্রিংয়ে টান পড়েছে। এই ঘটনা ইতোমধ্যেই ভাইরাল সামাজিক যোগাযোগ মাধ্যমে। অনেকেই মনে করছেন গুলবেদিন সময়ক্ষেপণের জন্য অভিনয় করেছেন যা ক্রিকেটিয় স্পিরিটের পরিপন্থী। তাই ঘটনার সমালোচনায় মেতেছেন অনেকেই। এমনটি অস্ট্রেলিয়ার অধিনায়ক মিশেল মার্শ ও মন্তব্য করেছেন গুলবেদিনের এমন কান্ডের।

বাংলাদেশ ও আফগানিস্তানের ম্যাচ টা গুরুত্বপূর্ণ ছিলো অস্ট্রেলিয়ার জন্য। কেননা বাংলাদেশ জিতে গেলে সেমিফাইনালে যেতো অজিরা। তাই স্বাভাবিক ভাবেই অস্ট্রেলিয়া ক্রিকেট দল তাকিয়ে ছিলো বাংলাদেশ আফগানিস্তান ম্যাচ দিকে। সেই ম্যাচে বৃষ্টির সম্ভাবনা দেখায় ডাগআউট থেকে আফগানিস্তানের হেড কোচ জোনাথন ট্রট সংকেত দিচ্ছিলেন, মাঠে সময় নিতে। এরপরই স্লিপে থাকা গুলবেদিন নাইব হঠাৎ মাঠের মধ্যে পড়ে যান। কারণ তখন বৃষ্টির কারণে খেলা বন্ধ হলে ২ রানে জিতে যেতো আফগানিস্তান।

অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যমে গুলবেদিনের পড়ে যাওয়া নিয়ে মন্তব্য করেছে মিশেল মার্শ। তিনি বলেন, 'হাসতে-হাসতে আমার চোখ থেকে প্রায় পানি বেরিয়ে আসছিল। যদিও ঘটনাটা ম্যাচে কোনো প্রভাব ফেলেনি। তাই এখন আমরা এটা নিয়ে হাসতেই পারি। এটা মজার ও অসাধারণ ছিল।'

এরই মধ্যে নিজের চোটকে স্বাভাবিক বোঝাতেই যেন ইনস্টাগ্রামে পোস্ট দিয়েছেন গুলবেদিন। ফিজিওর সঙ্গে একটি ছবি পোস্ট করে তিনি লিখেছেন, ‘বিস্ময়কর কিছু হতে পারে, আমার ফিজিও।’

গুলবেদিন বোঝাতে চাইছেন, তার ফিজিও এতটাই সক্রিয় ছিলেন যে চোট সেরে উঠতে সময় লাগেনি। যদিও অনেকেই তার এমন মনগড়া ব্যাখ্যা বিশ্বাস করছেন না।

Details Bottom
Details ad One
Details Two
Details Three