Image

শেবাগকে জবাব দেবার প্রশ্নে যে উত্তর দিলেন সাকিব

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 7 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
শেবাগকে জবাব দেবার প্রশ্নে যে উত্তর দিলেন সাকিব

শেবাগকে জবাব দেবার প্রশ্নে যে উত্তর দিলেন সাকিব

শেবাগকে জবাব দেবার প্রশ্নে যে উত্তর দিলেন সাকিব

'সাকিবের অবসর নেয়া উচিত', সাবেক ভারতীয় ওপেনার বীরেন্দর শেবাগের করা এই মন্তব্যেকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যম গুলোতে গত দুদিন ধরেই চলছিলো তোলপাড়। নেদারল্যান্ডসের বিপক্ষে ৪৬ বলে অপরাজিত ৬৪ রানের ইনিংস খেলে সেই সমালোচনার ইতি টেনে দিয়েছেন সাকিব। অনেকে মনে করছেন শেবাগের কথার যোগ্য জবাব দিয়েছেন তিনি। তবে সাকিব ও কি তাই মনে করেন? 

বিশ্বকাপের প্রথম দুই ম্যাচে চেনা ছন্দে ছিলেন না সাকিব। ব্যাটে রান পাননি, বলে উইকেট পাননি। ব্যাট,বল দুই দিকেই ব্যর্থ হওয়া সেই মানুষটা ছিলো এক অজানা সাকিব। তার উপর র‍্যাংকিংয়ে নেমে গিয়েছেন ১ থেকে সোজা ৫ এ! সাকিবের এমন খারাপ সময়ে সমালোচনা করেছেন অনেকেই, বাদ যাননি ভারতের সাবেক অধিনায়ক বীরেন্দর শেবাগও। 

বৃহস্পতিবার নেদারল্যান্ডসের বিপক্ষে জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখায় ম্যাচসেরা হয়েছেন সাকিব। ম্যাচের পর সংবাদ সম্মেলনেও উঠে এলো শেবাগের প্রসঙ্গ। সাকিবের পারফরম্যান্স টা শেবাগকে দেয়া উত্তর কিনা সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে সাকিব বলেন,

'একজন খেলোয়াড় কখনও কোন প্রশ্নের উত্তর দিতে আসে না। খেলোয়াড়ের কাজ হচ্ছে সে যদি ব্যাটার হয় ব্যাটিং করা, দলের জন্য অবদান রাখা, সে যদি বোলার হয় তার কাজ হচ্ছে ভালো বোলিং করা, উইকেটটা ভাগ্যের ব্যাপার থাকে।'

সাকিব আরো বলেন 'সে যখন ফিল্ডিং করে তখন তার কাজ হচ্ছে প্রতিটা রান বাঁচানো, যতগুলো ক্যাচ তার কাছে যায় ততগুলো ধরা। এখানে আসলে উত্তর দেয়ার কিছু নেই কাউকে। বর্তমান একজন খেলোয়াড় সে দলের হয়ে কতটা কৃতিত্ব রাখতে পারে... সেটা যখন রাখতে পারে না তখন স্বাভাবিকভাবেই কথা হবে এবং আমি মনে করি সেটা খুব খারাপ কিছুও না।'

দলের জয়ে অবদান রাখতে পারায় ভালো লাগছে বলে জানান সাকিব, 'নিজেরটা নিয়ে কখনোই চিন্তিত ছিলাম না। আমার ক্যারিয়ারে মনে করি না কখনও এরকম চিন্তা করেছি। দলের জন্য যদি অবদান রাখতে পারি সেটা ভালো লাগে। যেটা বললাম আজকে হয়ত আমার দিন ছিল, সামনের ম্যাচে হয়ত অন্য কারও দিন আসবে।'

Details Bottom