দল হিসেবে খেললে ওয়েস্ট ইন্ডিজকে আমরা আরামসে হারাতে পারব: সৌম্য

দল হিসেবে খেললে ওয়েস্ট ইন্ডিজকে আমরা আরামসে হারাতে পারব: সৌম্য
দল হিসেবে খেললে ওয়েস্ট ইন্ডিজকে আমরা আরামসে হারাতে পারব: সৌম্য
বাংলাদেশের ইন-ফর্ম ব্যাটার সৌম্য সরকার আশাবাদী, বোলাররা সংক্ষিপ্ত ফরম্যাটে দারুণভাবে ফিরে আসবে। দল হিসেবে অলরাউন্ড পারফর্ম্যান্স দেখিয়ে টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজকে ‘আরামসে’ হারানোর প্রত্যাশা সৌম্যর। ব্যাটারদের ধারাবাহিকতা বজায় রাখার ওপর জোর দিয়েছেন, ওয়ানডে সিরিজে করা ৩০০ রান থেকে পেয়েছেন আত্মবিশ্বাস।
সেন্ট ভিনসেন্টের আর্নস ভেল গ্রাউন্ডে ২০ ওভারের সিরিজ শুরুর আগে অনুশীলনের ফাঁকে সৌম্য সরকার বাংলাদেশ দলের বোলারদের নিয়ে আশার কথা শোনালেন। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে বাংলাদেশ হয়েছে হোয়াইটওয়াশ। পুরো সিরিজেই টাইগার বোলিং ইউনিট ব্যর্থতার পরিচয় দিয়েছে। সিরিজের প্রথম এবং শেষ খেলায় খারাপভাবে ব্যর্থ হয়েছে।
তবে, সৌম্য সরকার টি-টোয়েন্টিতে বোলিং ইউনিটের সম্ভাবনা নিয়ে আত্মবিশ্বাসী, 'আমাদের বোলাররা সবসময় ভালো পারফর্ম করে আসছিল। তারা এই (ওডিআই) সিরিজে স্ট্রাগল করেছে, কিন্তু আমি মনে করি আসন্ন টি-টোয়েন্টিতে ভালোভাবে ফিরে আসবে, ঘুরে দাঁড়াবে।'
সৌম্য ব্যাটারদের ধারাবাহিকতা বজায় রাখার ওপরও জোর দিয়েছেন, 'ওয়ানডেতে রান করা ব্যাটসম্যানরা যদি টি-টোয়েন্টিতে তা চালিয়ে যেতে পারে। যেহেতু ওয়ানডেতে আমরা তিন শ রান করেছি, এখানে যদি তারা সেটার ধারাবাহিকতা বজায় রাখতে পারে তাহলে বোলার আর ব্যাটসম্যান মিলে একটা ভালো সিরিজ হবে।’
টি-টোয়েন্টি ক্রিকেটে ওয়েস্ট ইন্ডিজের শক্তি স্বীকার করার সময়, সৌম্য স্বাগতিকদের "ফেভারিট" ট্যাগ মুছে দিয়েছেন। ম্যাচের ফলাফল ৪০ ওভার জুড়ে ভাল পারফরম্যান্সের উপর নির্ভর করে, ‘কারা বড় দল, কারা ছোট দল, সেটা থেকে বড় কথা হচ্ছে কারা ২০টা ওভার ভালো খেলবে, কারা ৪০টি ওভার ভালো খেলবে মাঠে। ওইটার জন্য অপেক্ষা করতে হবে। আমরা যদি ব্যাটিং, বোলিং, ফিল্ডিং—তিনটি দিকই ভালো করতে পারি, দল হিসেবে যদি খেলতে পারি, আশা করি তাদের আমরা আরামসে হারাতে পারব।’
'আমরা জানি ওয়েস্ট ইন্ডিজ একটি শক্তিশালী টি-টোয়েন্টি দল, কিন্তু আমাদের নিজেদের উপর মনোযোগ দিতে হবে। আমরা যদি আমাদের সেরাটা দিতে পারি, তাহলে আমরা সহজে ম্যাচ জিততে পারব।'