Image

ছয় শ্রীলঙ্কান খেলোয়াড় ক্যারিয়ার-সেরা রেটিংয়ে

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 3 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
ছয় শ্রীলঙ্কান খেলোয়াড় ক্যারিয়ার-সেরা রেটিংয়ে

ছয় শ্রীলঙ্কান খেলোয়াড় ক্যারিয়ার-সেরা রেটিংয়ে

ছয় শ্রীলঙ্কান খেলোয়াড় ক্যারিয়ার-সেরা রেটিংয়ে

১০ বছর পর ইংল্যান্ডের বিপক্ষে টেস্টে জয় পেয়েছে শ্রীলঙ্কা। ৩ ম্যাচের টেস্ট সিরিজের শেষ ম্যাচে লঙ্কান ক্রিকেটারদের অসাধারণ পারফরম্যান্সে স্মরণীয় এই অর্জন তাদের। ওভালে সেই জয়ের পর বদলে গেছে লঙ্কান ক্রিকেটারদের র‍্যাংকিং। টেস্ট র‍্যাংকিংয়ে উন্নতি করেছেন ৬ লঙ্কান ক্রিকেটার, আগের অবস্থানেই আছেন জো রুট, অবনতি হ্যারি ব্রুকের।

অধিনায়ক ধনঞ্জয়া ডি সিলভা, মিডল অর্ডার ব্যাটার কামিন্দু মেন্ডিস এবং ওপেনার পাথুম নিশাঙ্কা ব্যাট করেছেন অসাধারণ। ধনঞ্জনা ডি সিলভা টেস্টের প্রথম ইনিংসে করেছিলেন দলের হয়ে সর্বোচ্চ ৬৯ রান। এতে করে ৩ ধাপ উন্নতি করে টেস্ট র‍্যাংকিংয়ে সেরা ব্যাটারের তালিকায় ১৩ তম স্থানে আছেন তিনি।

মেন্ডিস এবং নিশাঙ্কাও টেস্ট ব্যাটারদের তালিকায় ক্যারিয়ার সেরা রেটিং পেয়েছেন। ইংল্যান্ডের বিপক্ষে  অর্ধশতক করে ছয় ধাপ উন্নতি করে ১৯ তম স্থানে উঠে এসেছেন কুশল মেন্ডিস। এবং পাথুম নিসাঙ্কা ১২৭ রান করে ৪২ ধাপ এগিয়ে ৩৯ এ রয়েছেন।

ইংল্যান্ডের জো রুট ওভালে মাত্র ১২  এবং ১৩ রান করা সত্ত্বেও টেস্ট র‍্যাংকিংয়ে এক নম্বর ব্যাটার হিসেবে নিজের অবস্থান ধরে রেখেছেন। যদিও ডানহাতি এই ব্যাটার তার রেটিং ৯২২ পয়েন্ট থেকে ৮৯৯ এ নেমে এসেছেন। ইংল্যান্ডের হ্যারি ব্রুক সাত ধাপ নেমে ১২ তম স্থানে রয়েছেন।

সর্বশেষ টেস্ট বোলার র‍্যাংকিংয়ে শ্রীলঙ্কার বোলার ফার্নান্দো ইংল্যান্ডের বিপক্ষে টেস্টে পাঁচ উইকেট নিয়ে ১৩ ধাপ এগিয়ে ৩১ তম স্থানে রয়েছেন। লাহিরু কুমারা উন্নতি করেছেন ১০ ধাপ, রয়েছেন ৩২ এ। মিলান রথনায়েকে ২৬ স্থান উপরে উঠে এখন ৮৪ তম। অন্যদিকে ইংল্যান্ডের দ্রুত অলি স্টোন ১৩ ধাপ উপরে উঠে এখন রয়েছেন ৭৪ এ।

Details Bottom
Details ad One
Details Two
Details Three