Image

প্রথমবার বিশ্বকাপ ফাইনালে দক্ষিণ আফ্রিকা, আফগান রুপকথার সমাপ্তি

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 4 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
প্রথমবার বিশ্বকাপ ফাইনালে দক্ষিণ আফ্রিকা, আফগান রুপকথার সমাপ্তি

প্রথমবার বিশ্বকাপ ফাইনালে দক্ষিণ আফ্রিকা, আফগান রুপকথার সমাপ্তি

প্রথমবার বিশ্বকাপ ফাইনালে দক্ষিণ আফ্রিকা, আফগান রুপকথার সমাপ্তি

প্রথমবারের মত আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে উঠল দক্ষিণ আফ্রিকা। শুধু টি-টোয়েন্টি বিশ্বকাপই নয়, যেকোন বিশ্বকাপে এই প্রথম ফাইনালের টিকিট পেল প্রোটিয়ারা। সেমিফাইনালে আফগানিস্তানকে রীতিমত উড়িয়ে ফাইনালে ওঠার আগে বার্তা দিয়ে রাখল এইডেন মার্করামের দল। 

টসে জিতে ত্রিনিদাদের ব্রায়ান লারা স্টেডিয়ামে আগে ব্যাট করে আফগানিস্তান। প্রোটিয়া বোলারদের দাপটে ১১.৫ ওভারে ৫৬ রানেই গুটিয়ে যায় তাঁদের ইনিংস। জবাব দিতে নেমে ৮.৫ ওভারে ১ উইকেট হারিয়েই লক্ষ্য অতিক্রম করে দক্ষিণ আফ্রিকা। 

৯ উইকেটের বড় জয় নিয়ে ফাইনালে ইংল্যান্ড বা ভারতের অপেক্ষায় তাঁরা। 

গ্রুপ পর্বে নিউজিল্যান্ড, সুপার এইটে অস্ট্রেলিয়াকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করা আফগানিস্তান সেমিফাইনালের চাপে ভেঙে পড়েছে। আগে ব্যাটিং করার সিদ্ধান্ত একেবারেই পক্ষে যায়নি তাঁদের। প্রোটিয়া পেসারদের সামনে মুখ থুবড়ে পড়ে তাঁদের ব্যাটিং অর্ডার। 

প্রথম ওভারের শেষ বলে রহমানউল্লাহ গুরবাজের আউট দিয়ে শুরু। তাঁকে শুন্য হাতে রিজা হেন্ড্রিক্সের ক্যাচ বানিয়ে ফেরান মার্কো ইয়ানসেন। অপর ওপেনার ইব্রাহিম জাদরান কাগিসো রাবাদার বলে বোল্ড হন ৫ বলে ২ রান করে। তিনে নামা গুলবেদিন নাইবকে (৮ বলে ৯) বোল্ড করেন ইয়ানসেন। 

চারে নামা আজমতউল্লাহ ওমরজাই আফগানদের পক্ষে একমাত্র দুই অঙ্ক স্পর্শ করেন। আনরিখ নরকিয়ার প্রথম শিকার হবার আগে ১২ বলে ১০ রান করেন তিনি। 

অভিজ্ঞ মোহাম্মদ নবিকে রানের খাতা খুলতে দেননি কাগিসো রাবাদা। অধিনায়ক রাশিদ খানের ৮ বলে ৮ রানের ইনিংস থামে আনরিখ নরকিয়ার বলে বোল্ড হয়ে। 

শুরুটা প্রোটিয়া পেসাররা করলেও শেষটা টানেন স্পিনার তাব্রাইজ শামসি। ১৬ রান করচে মার্কো ইয়ানসেন ৩, ১৪ রান খরচে কাগিসো রাবাদা ২, ৭ রান খরচে আনরিখ নরকিয়া ২ ও ৬ রান খরচে তাব্রাইজ শামসি ৩  নেন। ১১.৫ ওভারেই মাত্র ৫৬ রানে গুটিয়ে যায় আফগানরা। 

জবাব দিতে নেমে ২য় ওভারেই কুইন্টন ডি ককের উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। ৮ বলে ৫ রান করে ফজলহক ফারুকীর বলে বোল্ড হন তিনি। তবে এই ধাক্কা বড় হয়ে ওঠেনি রিজা হেনড্রিক্স ও এইডেন মার্করামের ব্যাটিংয়ে। 

দুজনের অবিচ্ছেদ্য ৫৫ রানের জুটিতে হেসেখেলেই জয় নিশ্চিত করে প্রোটিয়ারা। ৮.৫ ওভারে ৬০ রান তুলে ফেলে তাঁরা। রিজা হেনড্রিক্স ২৫ বলে ২৯ ও এইডেন মার্করাম ২১ বলে ২৩ রান করে অপরাজিত থাকেন। 

Details Bottom