হায়দ্রাবাদে বৃষ্টির জয়, প্লে অফ খেলা নিশ্চিত সানরাইজার্স হায়দ্রাবাদের
- 1
যাকে সরানো হলো ‘অযোগ্য’ বলে, পরামর্শ নিতে হলো ‘অপরিহার্য’ জেনে
- 2
বিসিবি নির্বাচন, ফিক্সিং ইঙ্গিত ও ক্রীড়া উপদেষ্টার ‘সীমিত হস্তক্ষেপ’: আড়ালের গল্প কী?
- 3
শাস্তি এড়াতে এশিয়া কাপে পাকিস্তানের মুখোমুখি হচ্ছে ভারত
- 4
নিজাকাতের প্রিয় খেলোয়াড় সাকিব, স্পিনেই বাজিমাত করতে চায় হংকং
- 5
চ্যাম্পিয়নশিপের স্বাদ পেতে চান, এশিয়া কাপে আশাবাদী লিটন দাস

হায়দ্রাবাদে বৃষ্টির জয়, প্লে অফ খেলা নিশ্চিত সানরাইজার্স হায়দ্রাবাদের
হায়দ্রাবাদে বৃষ্টির জয়, প্লে অফ খেলা নিশ্চিত সানরাইজার্স হায়দ্রাবাদের
আইপিএল (ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ) ২০২৪ এ গতকাল ছিল সানরাইজার্স হায়দ্রাবাদ ও গুজরাট টাইটান্সের ম্যাচ। হায়দ্রাবাদে এই ম্যাচ ভেসে যায় বৃষ্টিতে, পয়েন্ট ভাগাভাগি করে দুই দল। ১ পয়েন্ট নিয়েও স্বস্তিতে সানরাইজার্স হায়দ্রাবাদ। কারণ এই পয়েন্ট নিয়ে শীর্ষ চারে থেকে প্লে অফে খেলা নিশ্চিত করেছে তাঁরা।
এখন অব্দি তাঁদের পয়েন্ট ১৫, ১৯ মে তাঁদের আরও এক ম্যাচ আছে, প্রতিপক্ষ পাঞ্জাব কিংস।
২০২০ আইপিএলের পর এই প্রথম প্লেঅফে কোয়ালিফাই করল সানরাইজার্স হায়দ্রাবাদ। মাঝের বছর গুলোতে প্লে অফ তো দূরের কথা, তলানির দলগুলোর একটি ছিল তাঁরা। ২০২১ ও ২০২৩ এ সর্বশেষ দল ও ২০২২ আইপিএলে ৮ম হয়ে শেষ করেছিল তাঁরা।
প্লে অফ তো নিশ্চিত হয়েছেই, সানরাইজার্স হায়দ্রাবাদ এখনও সেরা দুইয়ে থেকে শেষ করতে পারে। সেক্ষেত্রে নিজেদের শেষ ম্যাচ জেতার পাশাপাশি রাজস্থান রয়্যালসকে হারতে হবে কোলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে।
অন্যদিকে গুজরাট টাইটান্সের শেষ দুই ম্যাচ ভেসে গেছে বৃষতিতে। কোলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ম্যাচের পর সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে ম্যাচেও। ১২ পয়েন্ট নিয়ে আইপিএল শেষ করল তাঁরা। পয়েন্ট টেবিলে নিচের দিক থেকে ৩য় তাঁরা, পাঞ্জাব কিংস শেষ ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদকে হারালে অবস্থার আরও অবনমন হবে তাঁদের।