ওভালে দিনের শুরু এবং শেষে শ্রীলঙ্কার আধিপত্য

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 1 বছর আগে আপডেট: 1 সেকেন্ড আগে
ওভালে দিনের শুরু এবং শেষে শ্রীলঙ্কার আধিপত্য

ওভালে দিনের শুরু এবং শেষে শ্রীলঙ্কার আধিপত্য

ওভালে দিনের শুরু এবং শেষে শ্রীলঙ্কার আধিপত্য

আলোক স্বল্পতার কারণে তৃতীয় টেস্টের দ্বিতীয় দিনে খেলা বন্ধ হওয়ায় প্রথম ইনিংসে ইংল্যান্ডের চেয়ে ১১৪ রানে পিছিয়ে আছে শ্রীলঙ্কা। আগামীকাল ৫ উইকেটে ২১১ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করবে লঙ্কানরা। 

এদিকে দ্বিতীয় দিনের সকালের সেশনে মাত্র ৬৪ রানেই ইংলিশদের ৭ উইকেট তুলে নেয় লঙ্কান বোলাররা। ২২১ রানে ৩ উইকেট হারিয়েছিল তারা। তখন মনে করা হচ্ছিলো রানের পাহাড় গড়বে ইংল্যান্ড। কিন্তু স্কোরবোর্ডে আর মাত্র ৬৪ রান যোগ করতে অথ্যাৎ দলীয় ৩২৫ রানে অলআউট হয়ে যায় ইংলিশরা।

শ্রীলঙ্কার হয়ে ৩ টি উইকেট নেন মিলান রাথনায়েক, ২ টি করে উইকেট নেন ফার্নান্দো, লাহিরু কুমারা ও ধনাঞ্জয়া ডি সিলভা।

প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে শুরুতেই রান আউট হয়ে যান ওপেনার দিমুথ করুনারত্নে। দলীয় ৭০ রানে দ্বিতীয় উইকেট হারায় শ্রীলঙ্কা। ক্রিস ওকসের বলে হ্যারি ব্রুকের হাতে ক্যাচ তুলে মাত্র ১৪ রান করে বিদায় নেন কুশল মেন্ডিস। তারপর পর-পর ২ উইকেট তুলে নেন ওলি স্টোন।

এক প্রান্ত আগলে রাখা ওপেনার পাথুম নিসাঙ্কা আউট হন ৫১ বলে ৬৪ রান করে। দিনেশ চান্ডিমালকে হারিয়ে মাত্র ৯৩ রানেই ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় শ্রীলঙ্কা।  তবে ষষ্ঠ উইকেট জুটিতে ১১৮ রান করে দিন শেষ করেন ধনাঞ্জয়া ডি সিলভা এবং কামিন্দু মেন্ডিস।

ধনাঞ্জয়া ৬৪ ও কামিন্দু ৫৪ রান করে অপরাজিত আছে। এই দুজনের ব্যাটিংয়ে ৯৩ রান থেকে শ্রীলঙ্কা পৌছে যায় ২১১ রানে। ১৭৩ বলে ১১৮ রানের জুটি গড়েন তারা। প্রথম ইনিংসে ইংল্যান্ডের চেয়ে এখনো ১১৪ রানে পিছিয়ে শ্রীলঙ্কা। 

ইংল্যান্ডের হয়ে শ্রীলঙ্কা ২ টি উইকেট নেন ওলি স্টোন। ১ টি করে উইকেট নেন ক্রিস ওকস ও জশ হাল। উল্লেখ্য শ্রীলঙ্কার বিপক্ষে  ৩ ম্যাচের টেস্ট সিরিজে ২ টিতে জিতে ইতোমধ্যেই সিরিজ জয় নিশ্চিত করেছে ইংল্যান্ড।